Advertisement
Advertisement
কুলগাম

কলকাতায় ফিরলেন কাশ্মীরে জঙ্গিহানায় গুলিবিদ্ধ জহিরুদ্দিন, শীঘ্রই যাবেন গ্রামে

বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জহিরুদ্দিন।

Bengal worker who attack Kashmir terror attack returns
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 14, 2019 5:16 pm
  • Updated:November 14, 2019 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের কুলগামের নৃশংস হত্যালীলার দু’সপ্তাহ পর অবশেষে কলকাতায় ফিরলেন আহত জহিরুদ্দিন। বুধবার গভীর রাতে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জহিরুদ্দিন। হাসপাতালের তরফে জানানো হয়েছে দ্রুতই মুর্শিদাবাদ ফিরবেন তিনি।

২৮ অক্টোবর এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কাশ্মীরের কুলগামে কর্মরত মুর্শিদাবাদের জহিরুদ্দিন। তাঁর চোখের সামনে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন ৫ সহকর্মী রফিক শেখ, কামরুদ্দিন, মুরসালিম শেখ, নইমুদ্দিন শেখ ও রফিকুল শেখের। মৃত্যু অবধারিত বুঝতে পেরে কোনওক্রমে পালানোর চেষ্টা করেছিলেন মুর্শিদাবাদের জাহিরুদ্দিন। গুলিবিদ্ধ হয়েছিলেন তিনিও। তবে ভাগ্যের জোরে প্রাণ রক্ষা পেয়েছে। ঘটনার পর দীর্ঘদিন শ্রীনগরের হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। পরিস্থিতি স্থিতিশীল হতেই কাশ্মীর থেকে কলকাতায় পৌঁছলেন সেই জহিরুদ্দিন। বুধবার রাতে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পাঞ্চেত ড্যাম উদ্বোধনে নেহরুকে মালা পরানোর ‘অপরাধ’, সাঁওতাল সমাজে আজও ব্রাত্য বুধনি]

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছে জহিরুদ্দিন।  আপাতত তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তবে কুলগামের ঘটনার পর থেকেই প্রতিমুহূর্ত আতঙ্কে রয়েছেন জহিরুদ্দিন। ওই মুহূর্তের স্মৃতি কার্যত তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। সূ্ত্রের খবর, এখনও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি জহিরুদ্দিনকে। তবে খুব দ্রুতই সাগরদিঘির বাড়িতে ফেরানো হবে তাঁকে। স্বামী কলকাতায় ফিরেছেন জানতে পেরে উচ্ছ্বসিত জহিরুদ্দিনের স্ত্রী পারমিতা। সেই ভয়ংকর রাতের পর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে কার্যত ঘুম উড়েছিল পারমিতা ও গোটা পরিবারের। স্বামীর ফোনে কিছুটা স্বস্তিও মিলেছিল। তবে দুশ্চিন্তা এক মুহূর্তের জন্যও পিছু ছাড়েনি। অবশেষে স্বামী কলকাতা পৌঁছতে স্বস্তির শ্বাস নিলেন পারমিতা-সহ জহিরুদ্দিনের গোটা পরিবার। এখন অপেক্ষা জহিরুদ্দিনের ঘরে ফেরার।

Advertisement

[আরও পড়ুন: কলেজে মাদক সেবন! প্রতিবাদ করায় মাথা ফাটল এবিভিপি নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ