Advertisement
Advertisement

Breaking News

শিক্ষকদের নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, ৭ পড়ুয়ার শাস্তি প্রত্যাহার স্কুল কর্তৃপক্ষের

বুধবার থেকে ফের স্কুলে ফিরল পড়ুয়ারা।

Birbhum school withdraws complaint against 7 students

ছবি: বাসুদেব ঘোষ

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 29, 2018 1:38 pm
  • Updated:August 29, 2018 1:38 pm

নন্দন দত্ত, সিউড়ি: শিক্ষকদের বিদ্রুপ করে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছিল৷ একাদশ শ্রেণির সাত পড়ুয়াকে বহিষ্কার করেছিল বীরভূম জেলা স্কুল কর্তৃপক্ষ৷ প্রধান শিক্ষককে ডেকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন স্কুল পরিচালন সমিতি সভাপতি তথা বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদালা বসু৷ শেষপর্যন্ত পড়ুয়াদের ভবিষ্যতে কথা ভেবে শান্তি প্রত্যাহার করে নিল স্কুল কর্তৃপক্ষ৷ বুধবার থেকে ফের ক্লাস করতে পারবে ওই সাত পড়ুয়া৷ এদিকে শাস্তির প্রত্যাহারের সিদ্ধান্তে স্বস্তিতে তাদের অভিভাবকরাও৷ জেলাশাসক ও বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষককে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা৷

[ স্কুল নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, বহিষ্কৃত একাদশ শ্রেণির ৭ ছাত্র]

Advertisement

ঘটনা ঠিক কী? বীরভূম জেলা স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই৷ স্কুলের স্টাডিরুমটির অবস্থা এতটাই খারাপ যে, পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে পারে না৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টাডিরুমে বসেই শিক্ষক সেজে একটি ভিডিও তৈরি করে একাদশ শ্রেণির সাতজন পড়ুয়া৷ ভিডিওটিতে পরীক্ষার হলে নকল করা, হাসিঠাট্টা-সহ শিক্ষকদের আচরণ নিয়ে রীতিমতো বিদ্রুপ করা হয়৷ সেই ভিডিওটি আবার ইউটিউবে আপলোডও করে দেয় তারা৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি৷ আর তাতেই ক্ষেপে যায় বীরভূম জেলা স্কুলের শিক্ষকরা৷ তড়িঘড়ি অভিভাবকদের ডেকে পাঠিয়ে ওই সাতজন পড়ুয়াকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ৷ তাদের মধ্যে চারজনকে আবার অনির্দিষ্টকালের জন্য স্কুল থেকে তাড়িয়েও দেওয়া হয় বলে অভিযোগ৷ বীরভূম জেলা স্কুলের পরিচালন সমিতি সভাপতি জেলাশাসক মৌমিতা গোদালা বসু৷ সোমবার প্রধান শিক্ষক চন্দন সাহাকে ডেকে পাঠিয়ে পড়ুয়াদের অপরাধ বিবেচনা করার অনুরোধ করেন তিনি৷ পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার ফের বৈঠকে বসে স্কুলের পরিচালন সমিতি৷ প্রধানশিক্ষক চন্দন সাহা জানিয়েছেন, বৈঠকে জেলাশাসকের পরামর্শ মেনে পড়ুয়াদের অপরাধ পুনর্বিবেচনা করার বিষয়ে সহমত হন স্কুলের শিক্ষকেরা৷ ওই সাত পড়ুয়ার শাস্তির প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Advertisement

স্কুলে শৃঙ্খলারক্ষা করতে গিয়ে এর আগেও বিপাকে পড়েছিল বীরভূম জেলা স্কুল কর্তৃপক্ষ৷ স্বাধীনতা দিবসে সময়মতো আসতে না পারা সদ্য প্রাক্তন এক ছাত্রকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে৷ তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে দীর্ঘ চিঠি লেখেন৷ প্রাক্তন ওই ছাত্রের বক্তব্য, ‘আগামী বছর আবার স্কুলে যাব। যদি প্রধানশিক্ষক অপমান করে ফিরিয়ে দেন, তাহলেও যাব।‘

[ প্রেমের টানে ইউক্রেন থেকে আরামবাগ ছুটে এসেও স্বপ্নভঙ্গ বিদেশিনীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ