Advertisement
Advertisement

Breaking News

ভোট

ভোট বৈতরণী পেরোতে জনসংযোগে জোর, রাস্তায় ঘুরে প্রচার কল্যাণ চৌবের

নিজে হাতে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী৷

BJP candidate Kalyan Chaubey paints wall for polls
Published by: Sayani Sen
  • Posted:March 25, 2019 2:44 pm
  • Updated:March 25, 2019 2:44 pm

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: গোলপোস্টের নিচে দাঁড়িয়ে লড়াই করা কল্যাণ চৌবে এবার ভোটের লড়াইয়ে অবতীর্ণ। প্রাক্তন এই ফুটবলার লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী৷ রাজনীতির মাঠে প্রস্তুতি একটু ভিন্ন৷ সেটি খুব দ্রুতই ধরে ফেলেছেন তিনি৷ আর তাই শুরু করে দিয়েছেন জোরকদমে প্রচার৷ সোমবার কৃষ্ণনগরের শক্তিনগরে প্রার্থী নিজেই নিজের নাম দেওয়ালে লিখে প্রচারে শামিল হলেন৷

KALYAN-CHAUBEY

Advertisement

জেলা হাসপাতাল থাকার সুবাদে শক্তিনগর এলাকাটি যথেষ্ট জনবহুল। তাই বিজেপি প্রার্থীকে দেওয়াল লিখন করতে দেখে অনেকেই এদিন দাঁড়িয়ে পড়েন। তাঁদের সঙ্গে হাতজোড় করে শুভেচ্ছা বিনিময়ের পর পরিচয়পর্ব সারেন কল্যাণ৷  

Advertisement

[আরও পড়ুন: ‘ভোট নয়, মানুষকে পাশে চাই’, প্রচার সভায় বার্তা নুসরতের]

KALYAN-CHAUBEY

[ আরও পড়ুন: ‘এক জায়গায় লড়ে অন্য জায়গায় পালাই না’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

এলাকার আট থেকে আশি সকলের সঙ্গে কথা বলেন প্রার্থী৷ স্থানীয় ভোটাররা প্রার্থীকে নিজেদের সমস্যার কথা বলেন৷  হাত মেলান প্রাক্তন ফুটবলারের সঙ্গে৷ বিজেপি প্রার্থী বলেন,‘‘একটা সময় বলা হত আজকে বাঙালি যা ভাবে, কালকে ভারত তাই করে। রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের সময়ে তা হত৷ তবে বর্তমানে ভারত যেদিকে হাঁটে, বাংলা তার উলটোদিকে চলে।’’ কৃষ্ণনগরে এদিন একাধিক কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের সৈনিকের৷ কালীগঞ্জের মাটিয়ারা, ধুবুলিয়া, নাকাশিপাড়ায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি৷

KALYAN-CHAUBEY

[ আরও পড়ুন: বিজেপিকে ভোট দিলে কন্যাশ্রী থেকে বাদ, তৃণমূল নেতার নিদানে বিতর্ক]

রবিবার কৃষ্ণনগরের আনন্দময়ী মায়ের কাছে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করেছিলেন কল্যাণ। দেশের প্রাক্তন এই ফুটবলার ময়দানে ছিলেন প্রবল ক্ষিপ্র৷ বিপক্ষ স্ট্রাইকারের পা থেকে বল তুলে নিতেন তিনি। গোলার মতো ধেয়ে আসা বলকে আটকে দিতেন।পুরনো দিনের কথা ফুটবলপ্রেমীরা এখনও ভোলেননি। তবে বর্তমানে লড়াই রাজনীতির ময়দানে৷ এই লড়াই নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী কল্যাণ৷

KALYAN-CHAUBEY-TEMPLE

বিচক্ষণ রাজনীতিকের মতো তথ্য দিয়ে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘লক্ষ্য করলে দেখবেন গোটা দেশের পাশাপাশি ক্রমশই পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে৷ তবে শিল্প সেভাবে গড়ে ওঠেনি৷ বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে৷ ক্রমশই দুর্বল হচ্ছে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি৷ তাই বাধ্য হয়ে বেকার যুবকেরা হায়দরাবাদ, নয়ডা চলে যাচ্ছে চাকরি করতে। বিজেপি আবার কেন্দ্রে ক্ষমতায় এলে দেশে আরও কর্মসংস্থানের বন্দোবস্ত  করা হবে৷’’

[ আরও পড়ুন: ‘ড্রেন-উঠোন পরিষ্কারের ভোট নয় এটা’, প্রচারে বিজেপিকে কটাক্ষ মহুয়ার]

KALYAN-CHAUBEY-CAMPAIGN

[ আরও পড়ুন: শুধু গান শুনিয়ে উন্নয়ন হয় না, বাবুলকে কটাক্ষ মুনমুনের]

প্রচারের ফাঁকেই এদিন তিনি কৃষ্ণনগর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তাপস পালকেও সরাসরি আক্রমণ করেন৷ তিনি বলেন, ‘‘সাড়ে তিন বছর এই এলাকায় আসেননি তাপস পাল৷ তার ফলে এলাকার কোনও উন্নয়ন হয়নি৷’’ বিরোধীদের আক্রমণ, জনতার মাঝে প্রচার – সব মিলিয়ে জমজমাট কৃষ্ণনগরের রাজনৈতিক পরিস্থিতি৷  

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ