Advertisement
Advertisement
ভাটপাড়া

ফের অশান্ত ভাটপাড়ায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, জখম এএসআই

পরিস্থিতি সামাল দিতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷

Bombs hurled in North 24 Pargana's Bhatpara, Injured a police officer
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2019 9:22 am
  • Updated:July 17, 2019 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত ভাটপাড়ায় ফের বোমাবাজি৷ মঙ্গলবার রাতে ভাটপাড়ার আর্যসমাজে বোমাবাজি করে বেশ কয়েকজন৷ বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী৷ তখনও দফায় দফায় চলছে বোমাবাজি৷ পরিস্থিতি সামাল দিতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷ তপ্ত ভাটপাড়ায় বোমার ঘায়ে জখম হন এএসআই দেবদীপ মুখোপাধ্যায়৷ স্থানীয় একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছে৷

[ আরও পড়ুন: কাটমানি ফেরত দিতে অপারগ, তৃণমূল নেতাদের বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের]

শনিবার রাত থেকে ফের রণক্ষেত্র হয়ে উঠেছে ভাটপাড়া৷ এলাকায় বোমাবাজি করছে দুষ্কৃতীরা৷ লুটপাট চালানো হচ্ছে স্থানীয়দের বাড়িতেও৷ সোমবার রাতেও এলাকার একাধিক এলাকায় আবার বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। রাত সাড়ে ন’টা নাগাদ প্রথমে ৪ নম্বর গলি এবং ৫ নম্বর রেলওয়ে সাইডিংয়ে বোমাবাজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আবারও ভাটপাড়া মোড়ে বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে ধরপাকড়েও যে বিশেষ কাজ হচ্ছে না তারই প্রমাণ মিলল মঙ্গলবার রাতে৷ সোমবারের পর ফের এদিন রাতে আর্যসমাজে বোমাবাজি করে দুষ্কৃতীরা৷ এই ঘটনায় প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা৷ পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷ বোমার আঘাতে এএসআই দেবদীপ মুখোপাধ্যায় জখম হয়েছেন৷ তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত যথেষ্টই গুরুতর৷

Advertisement

[ আরও পড়ুন: কাটমানি দেওয়ার ক্ষমতা নেই, জামা-প্যান্ট খুলে অভিনব প্রতিবাদ যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের]

ইতিমধ্যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ বন্ধ রয়েছে এলাকার সমস্ত স্কুল, দোকানপাট, বাজার৷ ভাটপাড়া পুর হাসপাতালও বন্ধ করে দেওয়া হয়েছে৷ এলাকার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেটিং৷ সূত্রের খবর, এলাকার অতি স্পর্শকাতর জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ সেই তল্লাশি অভিযানেই এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি বোমা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ