Advertisement
Advertisement

স্কুলের ইউনিফর্ম পরেই গাঁজায় টান পড়ুয়াদের! দেখুন ভিডিও

প্রশাসনকে জানানো হবে, আশ্বাস স্কুল কর্তৃপক্ষের৷

Bongaon: students taking drugs in uniforms
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 23, 2018 11:00 am
  • Updated:September 23, 2018 1:09 pm

সোমনাথ পাল, বনগাঁ: ছুটি হয়ে গেলে তো কথাই নেই৷ টিফিনের সময়েও স্কুল থেকে বেরিয়ে গাঁজায় টান দিচ্ছে পড়ুয়ারা! বনগাঁ হাইস্কুল লাগোয়া মাঠে দিব্যি চলছে নেশার কারবার৷ স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিত ঘোষের সাফাই, স্কুল চত্বরের বাইরে এসব হচ্ছে৷ এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কিছু করার নেই৷ তবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হবে৷

[ বাড়িতে মন টেকে না, ঘর পালানো নাবালককে ফেরাল পুলিশ]

Advertisement

উত্তর ২৪ পরগনার প্রান্তিক এলাকা বনগাঁ৷ বাংলাদেশ সীমান্তও খুব দূরে নয়৷ বনগাঁর অন্যতম পুরানো স্কুল বনগাঁ হাইস্কুল৷ এই স্কুলেই পড়তেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়৷ এখন স্কুলের ছাত্র সংখ্যা প্রায় হাজার দেড়েক৷ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলে পঠনপাঠন৷ স্কুলের একেবারেই লাগোয়া বিশাল মাঠ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঠের ধারে একটি স্টেশনারি দোকানে গাঁজা বিক্রি হয়৷ নেশার টানে স্কুল ছুটির পর এমনকী, টিফিন টাইমে ওই দোকানে হাজির হয় বনগাঁ হাইস্কুলের পড়ুয়ায়া৷ স্কুলের ইউনিফর্ম পরেই সিগারেটে গাঁজা পুরে সুখটান দেয় তারা৷ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা৷

Advertisement

কিন্তু, স্কুলের ২০০ মিটারের মধ্যে নেশার সামগ্রী বিক্রি করা তো আইন নিষিদ্ধ৷ তাহলে গাঁজা বিক্রি হচ্ছে কী করে? বনগাঁ হাইস্কুলের পরিচালন সমিতি সভাপতি প্রসেনজি ঘোষের সাফাই, দোকানটি স্কুল চত্বরের বাইরে৷ তাই এক্ষেত্রে স্কুলের তেমন কিছু করার নেই৷ তবে পড়ুয়াদের ভবিষ্যতে কথা চিন্তা করে ঘটনাটি প্রশাসনের নজরের আনা হবে৷ তাঁর দাবি, এর আগে বনগাঁ হাইস্কুলের কাছে একটি সাইবার ক্যাফে চলত৷ পড়ুয়ারা ক্যাফেতে গিয়ে নানা ধরণের আপত্তিকর কাজকর্ম করত৷ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ক্যাফেটি বন্ধ করে দিয়েছে পুলিশ৷     

দেখুন ভিডিও:

[ প্রকৃতিকে তুষ্ট করতে ইন্দ্র দেবতার পুজোয় মাতল কান্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ