মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ফের সংবাদ শিরোনামে আনিস খান। এবার মৃত আনিস খানের নামে ভোট চাইবে তার পরিবার। কারণ, আনিসের মেজো দাদা শামসুদ্দিন খান এবার ভোটে প্রার্থী। তিনি সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়াই করছেন। কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমতা দু’নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনের প্রার্থী শামসুদ্দিন খান।
গত বছর ১৯ ফেব্রুয়ারি আনিস খান হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম চর্চিত বিষয়। অভিযোগ ছিল, পুলিশকর্মীরা তাঁর খোঁজে বাড়িতে গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। যদিও তদন্তে উঠে আসে অন্য তথ্য। জানা যায়, পালাতে গিয়ে পড়েই আনিসের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের সাজা চেয়ে সরগরম হয়েছিল রাজ্য। রাজপথ থেকে গ্রামের রাস্তা সর্বত্রই এই ইস্যুতে তোলপাড় হয়েছিল। রাজ্য সরকারও তদন্তে কোনও খামতি রাখেনি। প্রথমে এক ডিএসপি পদমর্যাদার আধিকারিককে দিয়ে তদন্ত করায়। পরে সিট গঠন করা হয়। কিন্তু আনিসের পরিবার সিবিআই তদন্তে অনড়।
পরবর্তীতে আনিসের মৃত্যুতে রাজনীতির রং লাগে। আনিস খানের বাবা সালিম খানকে বিভিন্ন রাজনৈতিক দলের মঞ্চে দেখা যায়। এমনকী জানা যায়, গত সাগরদিঘি উপনির্বাচনেও বাইরন বিশ্বাসের হয়ে তিনি প্রচারেও গিয়েছিলেন। এবার সরাসরি তাঁর পরিবার নামল রাজনীতিতে। আনিস খানের দাদা সাবির খান বলেন, “আমরা শীঘ্রই প্রচারে নামব। পার্টিতে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিভিন্ন রণকৌশল নিয়ে আলাপ আলোচনা চলছে।” তিনি আরও বলেন, “ভাইয়ের খুনের ন্যায় বিচার পেতেই আমরা রাজনীতিতে নামছি। এই তৃণমূল সরকারকে সরাতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.