Advertisement
Advertisement

Breaking News

বিএসএফ জওয়ানদের মারধরে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বাগদায়

অভিযোগ অস্বীকার বিএসএফের৷

BSF jawans thrash man to death in N 24 Parganas
Published by: Tanujit Das
  • Posted:September 11, 2018 7:24 pm
  • Updated:June 13, 2022 3:43 pm

সোমনাথ পাল, বনগাঁ: বিএসএফ জওয়ানদের মারধরে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য৷ ঘটনাস্থল বাগদা থানার মামা ভাগিনা এলাকা। মৃত যুবকের নাম আজগর আলি মণ্ডল, বয়স ৩০। মৃতার স্ত্রী মর্জিনা বিবির অভিযোগ, ওই এলাকার বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ইচ্ছাকৃত ভাবে মারধর করে ওই যুবকের উপর৷ এরফলেই মৃত্যু হয়েছে তাঁর৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে৷

[হুগলি নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১১ নাবিক]

Advertisement

মৃতের পরিবার সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ওই যুবককে কয়েকজন বিএসএফ জওয়ান ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ তাঁদের অভিযোগ, বোমা তৈরির মশলা চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছে আজগর আলি৷ বনগাঁর বিভিন্ন এলাকায় নাকি বোমা তৈরির মশলা সাপ্লাই করতেন তিনি৷ জানা গিয়েছে, শনিবার আজগরকে নিয়ে বনগাঁর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতে যাওয়ার পরিকল্পনা ছিল বিএসএফের৷ কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ এরপরই তাঁকে, প্রথমে ভরতি করা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতাল৷ সেখানেও অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানেই রবিবার মৃত্যু হয় তাঁর৷

Advertisement

[ভিনধর্মে প্রেমের ‘সাজা’, পরিবারের সম্মানরক্ষায় খুন তরুণী]

এরপরেই বিএসএফের বিরুদ্ধে অত্যাচার ও মারধর করে তাঁর স্বামীকে খুনের অভিযোগ করেন মৃতের স্ত্রী৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিত্রসএফ৷ তাঁদের পালটা দাবি, বিএসএফ ক্যাম্পে বিষ খেয়েই অসুস্থ হয়ে পড়ে আজগর আলি মণ্ডল৷ এর ফলেই তাঁর মৃত্যু হয় তাঁর৷ যদিও বিএসএফের দাবি মানতে নারাজ মৃতের স্ত্রী৷ তাঁর দাবি, নিজেদের দোষ ঢাকতে মিথ্যা সাফাই দিচ্ছেন জওয়ানরা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে পুলিশের অনুমান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ