Advertisement
Advertisement

Breaking News

চুরির প্রতিবাদ করে গুলিতে নিহত গ্রামবাসী, উত্তপ্ত কালিকাপুর গ্রাম

প্রকাশ্যে ফারোয়ার মোল্লার মাথায় গুলি দুষ্কৃতীদের।

Clashes between villagers,one shot dead
Published by: Sucheta Sengupta
  • Posted:February 20, 2019 3:47 pm
  • Updated:February 20, 2019 3:47 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গ্রামের রাস্তা তৈরির সরঞ্জাম চুরির প্রতিবাদ করে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার কালিকাপুর গ্রামে গুলিতে নিহত ব্যক্তির নাম ফারোয়ার মোল্লা। বুধবার সকালে চাষের জমিতে জল দিয়ে বাড়ি ফেরার সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থা থেকে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফারোয়ার মোল্লাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ। এখানে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

[ডুয়ার্সে পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর]

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। গোয়ালবেড়িয়া এলাকার কালিকাপুর গ্রামে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে। যেখান থেকে রাস্তা তৈরি হচ্ছিল, তার পাশেই রাখা ছিল ইট, বালি, সিমেন্ট-সহ যাবতীয় সরঞ্জাম। গ্রামবাসীদের একাংশের সন্দেহ হয়েছিল, ওই সরঞ্জাম চুরি হচ্ছে। তাঁদের দাবি, সরঞ্জাম চুরি হয়ে গেলে রাস্তা তৈরিতে সমস্যা হবে। দেরিও হবে। তাই চুরি রুখতে হবে। কিছুটা পর্যবেক্ষণের পর তাঁদের দাবি, কে বা কারা এমন কাজে লিপ্ত, তা তাঁরা ধরে ফেলেছেন। হাতেনাতে ধরতে মঙ্গলবার সন্ধেবেলা তাঁরা ওত পেতে বসেছিলেন। অন্ধকারে গা ঢাকা দিয়ে চুরি করতে গেলে ধরে ফেলেন গ্রামবাসীরা। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। একে অন্যের উপর হামলা চালায় বলে অভিযোগ। অন্যান্য বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তখনকার মতো পরিস্থিতি সামলে নেন।

Advertisement

[কলঙ্কের মাধ্যমিক! সপ্তম দিনেও ফাঁস প্রশ্নপত্র]

Advertisement

তবে আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে কালিকাপুর গ্রাম। ফারোয়ার মোল্লার দাদা জসীমুদ্দিনের কথায়, নিজের জমিতে জল দিয়ে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জনা কয়েক দুষ্কৃতী। গুলি গিয়ে লাগে তাঁর মাথায়। লুটিয়ে পড়েন তিনি। তারপর প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করার পথে আমতলার কাছেই মৃত্যু হয় ফারোয়ার মোল্লার। ঘটনার জেরে আতঙ্ক কালিকাপুর গ্রামে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন মথুরাপুর থানার বিশাল বাহিনী। তবে অভিযুক্তরা কেউ এখনও ধরা পড়েনি। চুরির প্রতিবাদ করায় এমন মর্মান্তিক ঘটনায় শোক ছাপিয়েও ক্ষোভে ফুটছেন মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ