Advertisement
Advertisement
রক্তদান শিবির।

বউভাতে রক্তদানের আয়োজন, নজির গড়লেন হুগলির অধ্যাপক

সমাজের প্রতি কর্তব্য পালন করতেই এই আয়োজন, জানান নব দম্পতি।

Couple organised blood donation camp in their marriage
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 8, 2019 8:50 pm
  • Updated:December 8, 2019 8:51 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বউভাতের দিনে রক্তদান শিবিরের আয়োজন করে এক নতুন ইতিহাস রচনা করলেন সদ্য বিবাহিত দম্পতি। নব দম্পতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। রবিবার এই ঘটনার সাক্ষী হলেন হুগলির চুঁচুড়ার সিংহীবাগানের বাসিন্দারা। 

চুঁচুড়া সিংহীবাগান এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়। বর্ধমানের কালনা কলেজের ইতিহাসের অধ্যাপক তিনি। নিজের এলাকাতেও ছেলেমেয়েদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এম ফিল করার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী গবেষক সুস্মিতা মান্নার সঙ্গে পরিচয় হয় দীপঙ্করের। পড়াশুনার ফাঁকেই দু’জনের মধ্যে মন দেওয়া নেওয়া শুরু হয়। এরপর শুক্রবার সুস্মিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শুরু করেন এক নতুন জীবন।

Advertisement

কিন্তু শুধু চার হাতের মিলন হলেই তো হবে না জীবনের এই বিশেষ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে হবে। তাই বউভাত তথা ফুলসজ্জার দিনই অভিনব এক আয়োজন করলেন নব দম্পতি। রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করলেন দীপঙ্কর ও সুস্মিতা। তাঁদের শুভ উদ্যোগকে স্বাগত জানাতে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই উপস্থিত ছিলেন সেখানে।

Advertisement

[আরও পড়ুন: উপর মহলের সঙ্গে বাদানুবাদ, ‘অভিমানে’ চাকরি ছাড়লেন মাল থানার ওসি]

রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল চুঁচুড়ার সিংহীবাগানের রায় বাড়িতে। সকাল থেকেই নিমন্ত্রিতরা অতি উৎসাহের সঙ্গে রক্তদান শিবিরে যোগ দেন। পাত্র-পাত্রী দুই জনেই রক্তদান করেন এদিন। নিমন্ত্রিত অতিথিদের প্রত্যেকের হাতে নব দম্পতি একটি করে চারাগাছ তুলে দেন। স্ত্রীকে পাশে নিয়ে দীপঙ্কর বলেন, অনুষ্ঠান বাড়িতে অনেক সময়ই আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে থাকি। যদি সমাজের কোনও কাজে লাগতে পারি তার জন্যই এই আয়োজন। সুস্মিতার কথায়, বিয়ের অনুষ্ঠান নিয়ে আমাদের মধ্যে আলোচনার সময় দীপঙ্কর তাঁর ইচ্ছের কথা আমাকে জানিয়েছিল। আমি ওর এই সমাজের প্রতি কিছু কর্তব্য পালনের ইচ্ছেকে সম্মান জানিয়েছি।

চুঁচুড়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ স্বপন কুমার দলুই রীতিমতো আপ্লুত দম্পতির উদ্যোগে। তিনি জানান, বিয়েবাড়িতে রক্ত সংগ্রহ করতে আসা এক নতুন অনুভূতি। এভাবে সকলে এগিয়ে এলে অনেক সমস্যা সহজেই মিটে যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ