Advertisement
Advertisement

‘দিদিকে বলো’ কর্মসূচিতে সিপিএম নেতা, জানালেন অভাব-অভিযোগ

নিজেদের সমস্যার কথা জানান গ্রামের বাসিন্দারাও।

CPM leader attened Didike bolo campaign in purulia
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 28, 2020 9:04 pm
  • Updated:January 28, 2020 9:11 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে হাজির হয়ে নিজের মতামত পেশ করলেন সিপিএমের জেলাস্তরের নেতা! এই ঘটনার সাক্ষী রইলেন পুরুলিয়ার পুঞ্চা ব্লকের বাসিন্দারা। পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি সোম-মঙ্গল দু’দিনের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যান পুঞ্চা ব্লকের টাটাড়ি গ্রামে যান। আচমকা সেখানেই হাজির হয়ে যান ওই এলাকার বাসিন্দা তথা সিপিএমের জেলা কমিটির সদস্য বিপত্তারনশেখর বাবু।

সোমবার সন্ধেয় কর্মীদের নিয়ে ওই গ্রামে পা রাখেন ওই সিপিএম নেতা। বৈঠক শুরু হতেই গ্রামের মানুষজন তাদের দাবি–দাওয়া, সমস্যা, অভিযোগ তুলে ধরেন। ওই বাম নেতা বলেন, “আমি এই এলাকার একজন ভোটার হিসাবে এখানে এসেছি। এলাকার কয়েকটি সমস্যার বিষয়ে ‘দিদিকে বলো’তে ফোন করে জানিয়েছিলাম। কিন্তু সেগুলির সমাধান হয়নি। এখন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। বাড়ছে বিদ্যুতের বিল। কিন্তু দরিদ্র মানুষজন বিভিন্ন প্রকল্পে যে সরকারি ভাতা পান তার পরিমান অন্তত কম। যখন আমাদের সরকার ছিল তখন যা ছিল, এখন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও তা রয়ে গিয়েছে।” তিনি ও সভায় উপস্থিত অন্যান্যদের মতামত একে একে লিপিবদ্ধ করা হয়। সকলের অভিযোগ শোনেন এই কর্মসূচিতে আসা দলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি। সকলকে জবাবও দেন। তাঁর সঙ্গে ছিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো।

Advertisement

didike-nbolo-2

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানার যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সন্ধ্যার! শিশু খুনে প্রকাশ্যে পরকীয়া তত্ত্ব]

বাম নেতার অভিযোগ প্রসঙ্গে জেলার সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, “ওই সিপিএম নেতা যে সকল মতামত দিয়েছেন তা আমরা নথিভুক্ত করে রেখেছি। তা দলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।” এদিন বৈঠক সেরে রাতে দলীয় কর্মী কর্মী গনেশ মাহাতোর বাড়িতে খাওয়া দাওয়া করেন তিনি।

[আরও পড়ুন: কেমন আছে পরিবার? শান্তিনিকেতনে বসে চিন্তায় দিন কাটাচ্ছেন বিশ্বভারতীর চিনা পড়ুয়ারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ