Advertisement
Advertisement

মাঝ সমুদ্রে দুঃসাহসিক অভিযান, কোটি টাকার পোশাক পাচার রুখলেন গোয়েন্দারা

ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে বড় সাফল্য শুল্ক দপ্তরের৷

 Customs seize trawler near Patharpratima
Published by: Tanujit Das
  • Posted:January 17, 2019 12:39 pm
  • Updated:January 17, 2019 6:38 pm

অর্ণব আইচ: গুলি ছুঁড়তে ছুঁড়তে প্রবল গতিতে সমুদ্রে ছুটে চলেছে তিনটি ট্রলার৷ একটি সামনে দুটি পিছনে৷ সামনের ট্রলারকে ধাওয়া করছে পুলিশের দুটি ট্রলার৷ গুলির শব্দে তখন চারপাশে কান পাতা দায়! এ কোনও সিনেমার দৃশ্য নয়, বুধবার ভোররাতে এমন দৃশ্য ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা লাগোয়া জলপথ এবং বঙ্গোপসাগরে৷ গোপন অভিযান চালিয়ে সেখানে কয়েক কোটি টাকার পোশাকের পাচার আটকালেন কাস্টমসের গোয়েন্দারা৷

[এখানেই ‘প্রাণ’ পেয়েছিলেন শরৎচন্দ্রের দেবদাস, মেলায় মাতল এই গ্রাম ]

Advertisement

জানা গিয়েছে, গোপন সূত্রে পাচারের খবর পেয়ে বুধবার গভীর রাতে পাথরপ্রতিমায এলাকায় অভিযান চালান কাস্টমসের গোয়েন্দারা৷ তাঁদের নজরে আসে একটি সন্দেহজনক ট্রলার৷ যাতে রয়েছে প্রচুর জিনিস এবং সেগুলি নিয়ে যাচ্ছিল বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি৷ ট্রলারটিকে প্রথমে থামানোর চেষ্টা করেন গোয়েন্দারা৷ কিন্তু গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে ওই ট্রলারের যাত্রীরা৷ তখনই গোয়েন্দাদের আর বুঝতে অসুবিধা হয়না যে, ওতে করে কিছু পাচার করা হচ্ছে৷ সন্দেহজনক ট্রলারটিকে ধাওয়া করেন গোয়েন্দারা৷ বিভিন্ন ছোট জলপথ ধরে ট্রলারটি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে৷ গোয়েন্দাদের ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা৷ গোয়েন্দারাও নাছোড়৷ অবশেষে পাথরপ্রতিমা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, জঙ্গলের পাশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে নিজেদের ট্রলারটি ফেলে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয় পাচারকারীরা৷ বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ট্রলারটিকে বাজেয়াপ্ত করেন কাস্টমসের গোয়েন্দারা৷

Advertisement

[রাজ্যে বড় লগ্নি ব্রিটানিয়ার, বিনিয়োগ তিনশো কোটি]

গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছেন, পাচারকারীদের খোঁজে জঙ্গলের অনেক গভীর পর্যন্ত গিয়েছিলেন তাঁরা৷ কিন্তু গুলি চালাতে চালাতে জঙ্গলের মধ্যে চলে যায় তারা৷ ফলে তাদের নাগাল পাওয়া যায়নি৷ ওই ট্রলারটি বাজেয়াপ্ত করে কয়েক কোটি টাকার পোশাক উদ্ধার করেছেন গোয়েন্দারা৷ কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার গোয়েন্দাদের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই পোশাকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পাথরপ্রতিমা-সহ দক্ষিণ ২৪ পরগনা জুড়ে কাজ করছে এই পাচারচক্র৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকে পোশাক নিয়ে গিয়ে, তা বাংলাদেশে পাচার করে এই চক্রটি৷ গোয়েন্দাদের কাছে এ বিষয়ে আগে থেকেই গোপন তথ্য ছিল৷ সেমতো বুধবার গভীর রাতে অভিযান চালান তাঁরা৷ লোকসভা নির্বাচনের আগে এই পাচারের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দা আধিকারিকদের মাথায়৷ তাঁদের আশঙ্কা, আজ পোশাক পাচার করা হচ্ছে, কাল হয়তো অস্ত্র বা নেশার সামগ্রীও পাচার করা হবে ওই অঞ্চল দিয়ে৷ ফলে দক্ষিণ ২৪ পরগনা, বিশেষ করে সীমান্ত লাগোয়া সুন্দরবন অংশে জলপথে নজরদারি মজবুত করছেন গোয়েন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ