Advertisement
Advertisement

Breaking News

দিঘায় ই-বাস

আরও মসৃণ দিঘার যাত্রাপথ, সৈকত শহরে চালু দূষণমুক্ত বিদ্যুৎচালিত বাস

আপাতত ৫টি ই-বাস চলবে দিঘা ও সংলগ্ন রাস্তায়।

Electronic bus starts running at Digha and adjacent areas
Published by: Sucheta Sengupta
  • Posted:December 9, 2019 6:36 pm
  • Updated:December 9, 2019 6:36 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আরও নির্ঝঞ্ঝাট ও আনন্দময় হয়ে উঠল দিঘা যাত্রা। রাজ্যের পরিবহণ দপ্তরের উদ্যোগে আজ থেকে চালু হল বিদ্যুৎচালিত বাস বা ই-বাস। সোমবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপোয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ থেকে ৫টি ই-বাস দিঘা, এগরা, কাঁথিতে চলবে। মন্দারমণি, তাজপুর, শংকরপুর, তালসারি এলাকাতেও চলবে ই-বাস। ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১৫ টাকা, যা সাধারণের নাগালের মধ্যেই। ফলে যে কেউ এই ই-বাসের সুবিধা নিতে পারবেন। 

পরিবেশকে দূষণমুক্ত রাখতে ই-বাস বা বিদ্যুৎচালিত বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। পরিবহণের দপ্তরের তরফে এই কাজে বেশ উদ্যোগ নেওয়া হয়। সেইমতো রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে আপাতত ই-বাস চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে এই পরিষেবা। ব্যাটারিচালিত, শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি সাধারণত ৩২ আসনের। যেমন মসৃণ গতি, তেমনই দূষণহীন সম্পূর্ণ পরিষেবা।

Advertisement

[ আরও পড়ুন: ‘সিএবি এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ’, খড়গপুরের সভায় মন্তব্য মমতার ]

ই-বাস একবার চার্জ করে নিলে দিনভর সেই শক্তিতেই চলতে থাকে। আরামদায়ক যাত্রা, তুলনায় ভাড়াও সাধারণের আয়ত্ত্বের মধ্যেই। তাই আজ থেকে দিঘা-সহ আশেপাশের পর্যটনস্থলগুলিতে যাতায়াত আরও বেশি মসৃণ হল বলে মনে করছেন পরিবহণ কর্তারা। আপাতত ৫ টি বাস দিয়ে পরিষেবা চালু করলেও, জনগণের সাড়া দেখে পরবর্তী সময়ে পর্যাপ্ত ই-বাস নামানো হবে বলেও সূত্রের খবর। আপাতত এই বাস চালিয়ে পরিবহণ দপ্তরের আয় কতটা বাড়ে, সেটাই দেখে নিতে চাইছে পরিবহণ দপ্তর। সঠিক পরিকল্পনামাফিক ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জায়গাতেও ই-বাস নামানো হতে পারে। দূষণমুক্ত পরিবেশ রেখেও যাতায়াত ব্যবস্থায় গতি অআনতে ই-বাসের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, তা মানছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক – সকলে। নতুন বাস দেখে তাঁরাও খুশি। 

Advertisement

[ আরও পড়ুন: পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ, মুকুটমণিপুরে হোম-স্টে’র পরিকল্পনা বাঁকুড়া প্রশাসনের়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ