Advertisement
Advertisement

Breaking News

ধূমপান

সাবধান! স্কুলে ধূমপান করলে দিতে হবে জরিমানা

সমস্ত স্কুলকে তামাকমুক্ত ঘোষণা করার নির্দেশ প্রশাসনের।

Fine for smoking in School
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 21, 2019 5:45 pm
  • Updated:March 21, 2019 5:45 pm

শ্রীকান্ত পাত্র, ঘাটাল:  সাবধান! স্কুল চত্বরের মধ্যে সিগারেটে সুখটান দিলেই জরিমানা গুনতে হবে কড়কড়ে দু’শো টাকা। এমনই নির্দেশ জারি করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। তাঁর কড়া নির্দেশ,  ‘তামাকমুক্ত অঞ্চল’ বলে ঘোষণা করতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে। গত ১৩ মার্চ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পি মোহন গান্ধী জেলার দুই বিদ্যালয় পরিদর্শক ও সর্বশিক্ষা অভিযানের শিক্ষা আধিকারিককে একটি নির্দেশিকা জারি করেছেন। জেলাশাসকের নির্দেশ পেয়ে শিক্ষা কর্তারা জেলার সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে তামাকমুক্ত অঞ্চল হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। 

[ পাড়ার আড্ডায় বচসা, বন্ধুর হাতে খুন যুবক]

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য শিক্ষা সচিবের নির্দেশিকা মেনে ২০১৮ সালের ৩১ জানুয়ারির মধ্যে জেলার সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে তামাকমুক্ত অঞ্চল বলে ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এক বছর পর সমীক্ষায় দেখা গিয়েছে, বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশিকা মানা হয়নি। ফলে বহু স্কুলের মধ্যেই শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া ও বহিরাগতরা অবাধে ধূমপান করে চলেছেন বলে রিপোর্ট। তাই বাধ্য হয়ে ফের এক কড়া নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলের প্রধান গেটের সামনে ‘তামাকমুক্ত অঞ্চল’ ও ‘তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ বলে ঘোষণা করতে হবে। এমনকী স্কুল ক্যাম্পাসের মধ্যে শিক্ষক, পড়ুয়া, বহিরাগতদের উপর ধূমপানের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, স্কুলের ১০০ গজ বা ৩০০ ফুটের মধ্যে যেমন কেউ ধূমপান করতে পারবেন না তেমনই ওই দূরত্বের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করাও যাবে না। স্কুলের ক্যাম্পাস মানে স্কুলের ক্যান্টিন, হোস্টেল, কমনরুমের মধ্যেও ধূমপানে নিষেধাজ্ঞা জারি করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। জরিমানা করার অধিকার দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। স্কুলের ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে বা ধূমপান করলে বিক্রেতাকে বা ধূমপায়ীকে ২০০ টাকা জরিমানা করতে পারবেন প্রধান শিক্ষক।

Advertisement

চন্দ্রকোনার জিরাট হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ ঘোষাল বলেন, “ খুবই ভাল উদ্যোগ। নির্দেশিকা পেয়ে স্কুলে যেমন নোটিস জারি করা হয়েছে, তেমনই প্রধান গেটের সামনে তামাকমুক্ত অঞ্চল বলে দেওয়াল লিখনও করা হয়েছে। আমি দায়িত্ব নিয়েই বলছি স্কুল চত্বরের মধ্যে কেউ ধূমপান করেন না।” জেলাশাসকের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি।

Advertisement

ছবি: সুকান্ত চক্রবর্তী

[ হোয়াটসঅ্যাপে নুসরত জাহানের অশ্লীল ছবি শেয়ার, গ্রেপ্তার ১ যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ