Advertisement
Advertisement

Breaking News

জলদাপাড়া

ক্রমশ বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক, ৪ দিন হাতি সাফারি বন্ধ জলদাপাড়ায়

বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে হাতি সাফারি।

Jaldapara elephant safari is closed for next four days
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 23, 2020 3:13 pm
  • Updated:February 23, 2020 3:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে একে পাঁচটি গন্ডারের মৃত্যুতে ক্রমশ অ্যানথ্রাক্স আতঙ্ক জোরালো হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে। সেই কারণেই চারদিন জলদাপাড়ায় হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন বনদপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, এই কয়েকদিন ভ্যাকসিন দেওয়া হবে হাতিদেরও। আগামী বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক হবে পরিস্থিতি।

শেষ কয়েকদিনে জলদাপাড়ায় ৫ টি গন্ডারের মৃত্যুর পর থেকেই চরম বিপর্যয়ের আশঙ্কা করছে বনদপ্তর। মৃত্যু হয়েছে হাতিরও। কিন্তু একের পর এক গন্ডার ও হাতির দেহ উদ্ধার হলেও রোগের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা জারি রয়েছে। জঙ্গলে অ্যানথ্রাক্স ছড়াল কি না জানতে মৃত গন্ডারের রক্তের নমুনা বেলগাছিয়ার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে জলদাপাড়া জাতীয় উদ্যানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গলের শিসামারা ও মালঙ্গি বিট এলাকাকে ‘কোয়ারেন্ডাম’ অর্থাৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেখানে বন্যপ্রাণীদের যাতায়াত বন্ধ করেছে বনদপ্তর। দুই এলাকাকে ঘিরে রেখেছে কুনকি হাতি।

Advertisement

[আরও পড়ুন: ‘যুদ্ধ’ শেষের ইঙ্গিত! বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত জগদীপ ধনকড়]

জানা গিয়েছে, অ্যানথ্রাক্স আতঙ্ক থেকেই আগামী ৪ দিনের জন্য হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষেধক দেওয়া হবে অভয়ারণ্যের হাতিগুলিকে। তবে হাতি সাফারি বন্ধ থাকলেও জলদাপাড়ায় পর্যটকদের ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেই বনদপ্তর সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর, পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ