Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

দীর্ঘ প্রচার শেষে ‘সহজপাঠে’ মজে সৌগত, কীভাবে সময় কাটালেন মমতা-অভিষেক-প্রতীকুররা?

'রবীন্দ্রনাথ পড়ে ভোট দিতে যান, তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে। ভোট শান্তিপূর্ণ হবে', ভোটারদের পরামর্শ প্রবীণ প্রার্থী সৌগতর।

Lok Sabha Election 2024: How candidates spend the day after month long election campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2024 6:39 pm
  • Updated:May 31, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচন এখনও পর্যন্ত দেশের দীর্ঘতম, কমবেশি আড়াই মাস। প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছিল ১৯ এপ্রিল। শেষ হচ্ছে ১ জুন। আগামী ৪ জুন গণনা ও ফলপ্রকাশ। শেষ দফায় ভোট যাঁদের, তাঁরা দীর্ঘ প্রায় আড়াই মাস ধরেই নির্বাচনী প্রচারে ব্যস্ত থেকেছেন। বৃহস্পতিবার প্রচারের সময়সীমা শেষের পর হাঁপ ছেড়ে বেঁচেছেন প্রার্থীরা। মাঝে শুক্রবারটা ছুটি। শনিবার ভোটপরীক্ষা। তার আগের দিনটা অনেকেই কাটালেন ফুরফুরে মেজাজে। কেউ আবার বাড়িতে বসেই সংগঠনের কাজে নজর রাখলেন।

এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলার ৪২ কেন্দ্রের মধ্যে অন্যতম বর্ষীয়ান প্রার্থী দমদমের সৌগত রায় (Sougata Roy)। তিনিও তরুণদের সঙ্গে সমানতালে প্রচার করেছেন এতদিন। কখনও জনসভা, কখনও পথসভা, আবার কখনও রোড শো-য় দেখা গিয়েছে তাঁকে। তীব্র গরমে সুইমিং পুলে নেমে, আইসক্রিম খেয়ে নিজেকে শীতল রেখেছেন বিদায়ী সাংসদ তথা দুঁদে রাজনীতিক। এবার প্রচার শেষেও তাঁকে দেখা গেল সেই ঠান্ডা মেজাজে এবং দীর্ঘ পরিশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্ন হলেন সৌগতবাবু। শুক্রবার নিজের বাড়িতে ‘সহজপাঠ’ হাতে দেখা গেল তাঁকে। বললেন, ”রবীন্দ্রনাথ পড়ে ভোট দিতে যান, তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে। ভোট শান্তিপূর্ণ হবে।”

Advertisement
ভোটপ্রচার শেষে
‘সহজপাঠে’ মজেছেন সৌগত রায়। নিজস্ব ছবি।

ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী প্রতীক-উর-রহমান ভোটের আগের দিনও ছিলেন চূড়ান্ত ব্যস্ত। তিনি জানান, শুক্রবারও সারাটা দিন তাঁর ব্যস্ততার মধ্যেই কাটল। দলীয় অফিসে কর্মীদের নিয়ে বসে একের পর এক বৈঠক, ভোটের দিনের চূড়ান্ত স্ট্র্যাটেজি ঠিক করলেন। কর্মীদের সঙ্গে হালকা হাসিঠাট্টাতেও মাঝেমধ্যে মেতে উঠলেন। সাতটি বিধানসভার বিভিন্ন বুথে নিজের পোলিং এজেন্টদের সঙ্গে ফোনে কথা বলে ভোটের দিনে তাঁদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সিপিএম প্রার্থী প্রতীক-উর। এমনকী এদিন তাঁর ভাত খাওয়ারও সময় হয়ে ওঠেনি। সারাটা দিন কাটল মুড়ি খেয়েই।

[আরও পড়ুন: ‘ননসেন্স, দেশবাসীকে বিভ্রান্ত করছেন’, মোদিকে বিঁধতেই মনমোহনকে তোপ বিজেপির]

এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিনভর বাড়িতেই ছিলেন। তবে সংগঠনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। কথা কম, কাজ বেশি নীতিতে বিশ্বাসী তিনি। এদিনও ফোনে ফোনেই ৯ কেন্দ্রে সংগঠন, প্রস্তুতির খোঁজ নিয়েছেন অভিষেক। সবশেষে আড়াই মাস ধরে বাড়ির বাইরে থেকে, জেলায় জেলায় ঘুরে দলের প্রার্থীদের হয়ে টানা প্রচার করা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুক্রবারের দিনটা কীভাবে কাটালেন, সেদিকে নজর ছিল সকলের। জানা গিয়েছে, তিনিও সারাদিন বাড়িতে থাকলেও দলের কাজ এবং ভোটপ্রস্তুতির দিকে নজর রেখেছেন।

[আরও পড়ুন: মোদি থেকে অভিষেক, সপ্তম দফার নির্বাচনে ভাগ্যপরীক্ষা একঝাঁক হেভিওয়েটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement