Advertisement
Advertisement
Mamata Banerjee

৫ দিনে একডজন সভা মমতার, লাগাতার জনসংযোগে অভিষেক, বাড়তি নজর এই জেলায়

উনিশের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল জুড়ে গেরুয়া দাপট চব্বিশের ভোটে মুছে দিতে মরিয়া ঘাসফুল শিবির।

Lok Sabha Election 2024: Mamata Banerjee and Abhishek Banerjee will focus to campaign in this district
Published by: Sucheta Sengupta
  • Posted:May 14, 2024 2:10 pm
  • Updated:May 14, 2024 3:01 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: বরাবরই নির্বাচনের সময়টা কাটে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে। গোটা রাজ্যের নানা প্রান্তে ঘুরে ঘুরে, রোদ-ঝড় উপেক্ষা করে ভোটের প্রচার ও লাগাতার জনসংযোগ। এটাই রুটিন। চব্বিশের লোকসভা ভোটও তার ব্যতিক্রম হচ্ছে না। তীব্র তাপপ্রবাহের মাঝেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন শেষ। বাকি আরও তিন দফা। তার মধ্যে রাজ্যের শাসকদলের বিশেষ নজরে পূর্ব মেদিনীপুর জেলার দুই লোকসভা আসন – কাঁথি ও তমলুক। এই দুই কেন্দ্রেই মমতা ও অভিষেক টানা কর্মসূচি করবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

আগামী ১৬ তারিখ থেকে ২৩ মে অর্থাৎ ষষ্ঠ দফা ভোটে প্রচারের শেষদিন পর্যন্ত খোদ তৃণমূল সুপ্রিমো এবং দলের সেনাপতি – দুজনেই মেদিনীপুরের (Medinipur) মাটিতে টানা জনসংযোগ করবেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৬ মে হলদিয়া, এগরা ও কাঁথিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন বিষ্ণুপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। পরেরদিন অর্থাৎ ১৭ তারিখ তমলুক (Tomluk) রোড শো এবং হুগলিতে জনসভা অভিষেকের। ১৮ তারিখ জয়নগরের জনসভার পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে রোড শো করবেন প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরদিন, ১৯ মে ঝাড়গ্রাম ও ঘাটালের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: উত্তর কলকাতায় ভোটপ্রচারে ‘ঘরের ছেলে’ মিঠুন, তাপস রায়ের সমর্থনে রোড শো]

এর পর ২২ তারিখ আবার নন্দীগ্রামে (Nandigram) রোড শো রয়েছে অভিষেকের। আগামী ২৫ তারিখ মেদিনীপুর-সহ জঙ্গলমহলের মোট ৮ আসনে ভোট। ২৩ তারিখ প্রচারের শেষ দিন। আর শেষ দিন পর্যন্ত প্রচারের সুর সপ্তমে রাখছে তৃণমূল। বিশেষ নজরে অবশ্যই পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল। আসলে বিগত নির্বাচনে এই এলাকায় পদ্মের বাড়বাড়ন্তই তার মূল কারণ। তবে একুশের ভোটে তার অনেকটাই পুনরুদ্ধার করেছে ঘাসফুল শিবির। কিন্তু উনিশের লোকসভা ভোটের ফলাফলের কথা মাথায় রেখে কেন্দ্রগুলি থেকে গেরুয়া মুছে ঘাসফুল ফোটানোই মূল লক্ষ্য শাসকদলের।

[আরও পড়ুন: ফের অস্বস্তিতে রাজ্যপাল, এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement