BREAKING NEWS

১৪ ফাল্গুন  ১৪২৬  বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০ 

হলদিয়া পেট্রোকেমিক্যালসে অগ্নিকাণ্ড, শুভেন্দুকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ মমতার

Published by: Sayani Sen |    Posted: September 20, 2019 12:01 pm|    Updated: September 20, 2019 12:48 pm

An Images

ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাজের সময় অগ্নিকাণ্ডের জেরে পাঁচ-ছ’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। স্থানীয় নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন প্রত্যেকে। এখনও ওই ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: সিআইডি অফিসারের ছেলেকে পিটিয়ে খুন, বিক্ষোভ-পালটা বিক্ষোভে উত্তপ্ত পুরুলিয়া]

শুক্রবার সকালে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে কাজ চলছিল। আচমকাই একাংশে আগুন দেখতে পান কর্মীরা। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ইউনিটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে শুরু হয়ে যায় দৌড়োদৌড়ি। খবর পৌঁছায় দমকলেও। একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা পাঁচ-ছ’জন শ্রমিককে উদ্ধার করেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ ওই শ্রমিকদের স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, এখনও বেশ কয়েকজন কর্মী ওই ইউনিটে আটকে রয়েছেন বলেও খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে।  

[আরও পড়ুন: বৃষ্টি কি বাদ সাধবে পুজো প্রস্তুতিতে? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস]

তবে কীভাবে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্বিগ্ন শ্রমিকদের পরিবার। পরিজন আদৌ সুস্থ রয়েছেন কি না, সেই খবরের আশায় হলদিয়া পেট্রো কেমিক্যালের বাইরে ভিড় জমিয়েছেন শ্রমিকের পরিবারের লোকজনেরা। তবে যেকোনও রকম দুর্ঘটনার আশঙ্কায় ভিড় হঠানোর চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা।   

An Images
An Images
An Images An Images