Advertisement
Advertisement

Breaking News

উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

উত্তরকন্যায় দফায় দফায় বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee to visit North Bengal today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 11:06 am
  • Updated:July 9, 2018 11:06 am

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: উন্নয়নের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনায় ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ, সোমবার বিকেলে শিলিগুড়িতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলাগুলিতে উন্নয়নের কর্মকাণ্ডের মান যাচাই করার পাশাপাশি পরবর্তী পদক্ষেপের রূপরেখাও নির্ধারণ করবেন তিনি। মে মাসের শেষে মুখ্যমন্ত্রী কালিম্পংয়ে এসেছিলেন। পাহাড়ে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আধিকারিকদের সঙ্গে সেবার বিশদে আলোচনা করেন তিনি৷ শিলিগুড়িতে উত্তরকন্যায় দফায় দফায় বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কাজেই শহরে নিরাপত্তার বেষ্টনী রীতিমতো আঁটসাঁট করা হয়েছে৷

[ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী]

সোমবার শিলিগুড়িতে পৌঁছানোর পরই জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার চ্যাংরাবান্ধায় কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বুধবার আলিপুরদুয়ার জেলার পরিস্থিতি পর্যালোচনায় উত্তরকন্যায় বৈঠকে বসবেন তিনি। বৃহস্পতিবার  এখানেই টি অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷

Advertisement

এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তরকন্যার সামনে থেকে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন এলাকা হোর্ডিং ও তোরণে সেজে উঠেছে। কোচবিহারের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাও সেজে উঠেছে। সেখানে মুখ্যমন্ত্রীর সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে চ্যাংরাবান্ধায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গত মে মাসের শেষে মুখ্যমন্ত্রী পাহাড়ে এসেছিলেন। জনজাতি উন্নয়ন বোর্ডগুলির কাজকর্ম নিয়ে তখন বিশদে পর্যালোচনা করেন তিনি। সমতলে বিভিন্ন জেলায় উন্নয়ন প্রকল্পগুলি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে এবার সেসবেরই বিশ্লেষণ করা হবে বলে প্রশাসনিক মহলের অনুমান৷

Advertisement

[সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ভাইরাল করল যুবক, আত্মহত্যার চেষ্টা নাবালিকার]

এদিকে মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জোরকদমে ওদলাবাড়ি-গজলডোবা পূর্ত সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। পরিকল্পনা রয়েছে সড়কের যেটুকু পথ জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছে, সেটুকুও বাকি অংশের মতো কংক্রিটের তৈরি করার কথা বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ