Advertisement
Advertisement
Maheshtala

ফের গতির বলি! মহেশতলায় বাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাইক চালক।

Man died in a road accident in Maheshtala

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 3, 2024 8:19 pm
  • Updated:June 3, 2024 9:30 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বেপরোয়া গতির বলি পথচারী! সোমবার রাস্তা পার করার সময় দ্রুত গতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়র। ঘটনার পর থেকে পলাতক ‘ঘাতক’ বাইক চালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে মহেশতলা পুলিশ।  

জানা গিয়েছে, মৃতের নাম নুর ইসলাম মোল্লা। থাকতেন মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কয়ালপাড়ায়। পেশায় তিনি মুরগি বিক্রেতা ছিলেন তিনি। প্রতিদিনের মত এদিনও ব্যবসা শেষ করে দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। সেই সময় দুর্ঘটনাটি ঘটে, সম্প্রীতি উড়ালপুলের নিচে বজবজ ট্রাঙ্ক রোডে উড়ালপুলের ২৩২ নম্বর পিলারের কাছে। রাস্তা পার করার সময় তাঁকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি বাইক।

Advertisement

[আরও পড়ুন: পুনর্নির্বাচনেও রোখা গেল না অশান্তি, কাকদ্বীপ ও মথুরাপুরে কাঠগড়ায় বাহিনী]

এই ঘটনা প্রসঙ্গে, স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই বেপরোয়া গতির বাইকটি ধাক্কা মারে নুর ইসলামকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইকের গতি এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা নুর ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত বাইক চালক পলাতক। রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ দেখে ওই বাইক চালককে সনাক্ত করার চেষ্টা করছে মহেশতলা থানার পুলিশ। প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়। এর আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। গত মার্চ মাসেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। গভীর রাতে ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাইক ছোটাচ্ছিলেন তাঁরা। আর সেই গতির জেরেই চরম বিপদ ঘটে।

[আরও পড়ুন: লোকসভার তুলনায় ভোটদানের হার অনেক কম বিধানসভা উপনির্বাচনে! কারণ ঘিরে ধোঁয়াশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement