Advertisement
Advertisement
শীত

মাঘের শুরুতেই উধাও শীত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ বৃষ্টির সম্ভাবনা

কী বলছেন আবহবিদরা?

Met sniffs rain in North Bengal, temperature may increased
Published by: Bishakha Pal
  • Posted:January 18, 2020 11:59 am
  • Updated:January 18, 2020 1:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষ ছাড়িয়ে ক্যালেন্ডারের পাতায় এখন মাঘ। প্রবাদ বলে, ‘মাঘের শীত বাঘের গায়ে’। তাই শীত বিদায় নেওয়ার মতো সময় এখন আসেনি। কিন্তু মাঘের শুরু থেকেই বাক্স-প্যাঁটরা গুটোতে শুরু করেছে শীত। পৌষ সংক্রান্তি থেকেই গরম পড়তে শুরু করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর মধ্যেই আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রির আশপাশে থাকবে। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গায়েব হতে থাকবে শীতের আমেজ। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ি করেছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা বেশি হওয়ায় রাতের দিকেও তাপমাত্রা নামছে না। এমনকী রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে শনি ও রবিবার, দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

[ আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু ৩ গ্রামবাসীর ]

কিন্তু মাঘের শুরুতে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা কেন? আবহবিদদের মতে, সম্প্রতি দু’টি ঝঞ্ঝা পরপর এসেছে। শুক্রবার আরও একটি ঝঞ্ঝা এসে হাজির। সেটি কেটে যাওয়া মাত্রই, সোমবার আরও একটি ঝঞ্ঝা আসতে পারে বলে অনুমান। এতকিছুর মাঝে উত্তুরে হাওয়া আসার পথ পাচ্ছে না। তাই দেশের উত্তরে তুষারপাত হলেও সমতলে সেই ঠান্ডা হাওয়া এসে পৌঁছচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে শীত ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু জানুয়ারি শেষ সপ্তাহের আগে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এই ঠান্ডা গরমে জ্বর-সর্দিকাশি লেগেই রয়েছে ঘরে ঘরে। তাই চিকিৎসকরা সতর্ক থাকতে বলছেন সাধারণ মানুষকে।

Advertisement

[ আরও পড়ুন: নিজের বাড়িতেই অধ্যাপককে শ্বাসরোধ করে খুন, কারণ নিয়ে ধন্দে পুলিশ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ