Advertisement
Advertisement

Breaking News

জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক, সন্দেহে পরিবারকে তালাবন্দি করল শ্বশুর

চাঞ্চল্য বর্ধমানে৷

 Mother-in-law relationship with the son-in-law, instability in Burdhaman
Published by: Kumaresh Halder
  • Posted:August 17, 2018 9:03 pm
  • Updated:August 24, 2022 3:26 pm

সৌরভ মাজি, বর্ধমান: জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক! এই সন্দেহে জামাই-মেয়ে ও তাঁদের পরিবারের সকলকে দিনভর বাড়িতে তালাবন্ধ করে রাখলেন ‘সন্দেহবাতিক’ শ্বশুর। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর সংলগ্ন রায়নগর এলাকায়৷ এদিন তালাবন্দি করে রাখা হয়েছিল প্রবল জ্বরে আক্রান্ত শিশুকেও। দিনভর না খেয়ে কাটাতে হয় ওই শিশু ও পরিবারের সকলকেই৷ গোটা বিষয়টি জানাজানি হতেই এদিন চাইল্ড লাইন ও বর্ধমান মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের৷ অভিযুক্ত শ্বশুরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এমনটা করলে জেলে পাঠানো হবে৷

[গণেশ পুজোর নামে দুর্গাপুরে তোলাবাজি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি]

বর্ধমান চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর অভিজিৎ চৌবে জানান, এদিন দুপুর ১২টা থেকে রায়নগর গ্রামের ওই পরিবারটিকে তালাবন্ধ করে রাখেন বৃদ্ধ শ্বশুর। বাড়িতে একটি শিশু ও কয়েকজন নাবালিকাকেও তালাবন্ধ করে রাখা হয়েছে বলে খবর পান তিনি৷ এরপরই তাঁরা বিষয়টি বর্ধমান মহিলা থানায় জানান৷ মহিলা থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় যান অভিজিৎবাবু ও চাইল্ড লাইনের আরও এক কর্মী অর্পিতা অধিকারী৷ তাঁরা খোঁজ নিয়ে শ্বশুরকে ডেকে আনেন৷  তালাবন্দি জামাই-মেয়ের সঙ্গেও কথা বলেন তাঁরা।

Advertisement

[ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক]

চাইল্ড লাইনের প্রতিনিধিদের মেয়ে কল্পনা (নাম পরিবর্তিত) জানান, বাবা-ই তাঁর মাকে শ্বশুরবাড়িতে মাঝে মাঝে রেখে যেত। আর তারপর অশান্তি করত জামাইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে। এদিন ওই মহিলা, তাঁর বর, শাশুড়ি, ননদ-সহ সকলকেই দুপুর থেকে তালাবন্দি করে রাখেন বৃদ্ধ। ওই মহিলা জানান, তাঁর শিশু সন্তানের হাম হয়েছে। প্রবল জ্বরও রয়েছে৷ সারাদিন সন্তানকে খেতেও দিতে পারেননি তাঁরা। এরপরই চাইল্ড লাইনের প্রতিনিধি ও পুলিশ কর্মীরা ওই বৃদ্ধকে তালা খুলে দিতে নির্দেশ দেন। ভবিষ্যতে এমন কাণ্ড করলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়৷ অভিজিৎবাবু জানান, ঘটনার বিষয়ে সমাজকল্যাণ আধিকারিক, শিশুকল্যাণ আধিকারিক ও মহিলা থানাকে জানানো হয়েছে চাইল্ড লাইনের তরফে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ