Advertisement
Advertisement
Viswa Bharati

ভরদুপুরে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে নগ্ন মহিলার তাণ্ডব! শোরগোল এলাকায়

দেব গোস্বামী, বোলপুর: ভরদুপুরে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে নগ্ন মহিলার তাণ্ডব। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।আরও পড়ুন:ফ্রিজের নিচে ঘাপটি মেরে গোখরো! জন্মদিনের আগের রাতে প্রাণ গেল ৩ বছরের শিশুরঅস্ত্র নয়, সুন্দরবনের দশভুজার হাতে পরিবেশ বাঁচানোর ১০ বার্তা! Advertisement বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, […]

Naked protest at Viswa Bharati central office
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2024 1:51 pm
  • Updated:June 3, 2024 1:51 pm

দেব গোস্বামী, বোলপুর: ভরদুপুরে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে নগ্ন মহিলার তাণ্ডব। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, সোমবার সকালে বিশ্বভারতী (Visva-Bharati University) চত্বরে আচমকা নজরে পড়ে সম্পূর্ণ নগ্ন ওই মহিলা। বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি ও সেন্ট্রাল অফিসের সামনে প্রতিবাদে সরব হন তিনি। বিষয়টি নজরে পড়তেই ভিড় হয়ে যায় এলাকায়। বিশ্বভারতীর মহিলা নিরাপত্তারক্ষীরা ছুটে যান। ওই মহিলার গায়ে তোয়ালে চাপা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। তাতেই আরও ক্ষেপে ওঠেন ওই মহিলা। নিরাপত্তারক্ষীদের মারধর করতে থাকেন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন মহিলা থানায়।

Advertisement

[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]

ইতিমধ্যেই শান্তিনিকেতন মহিলা থানার কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। তবে কী কারণে ওই মহিলা নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি ওই মহিলা কে, কোথা থেকে এসেছেন, কেনই বা এই কাণ্ড, তা জানা যায়নি। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক, আশ্রমিক ও এলাকাবাসীদের মধ্যে।

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার’, ভোট মিটতেই হুঙ্কার সুকান্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement