Advertisement
Advertisement

Breaking News

অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

পরিস্থিতি খতিয়ে দেখবেন পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee to visit Bidhan Chandra Krishi Viswavidyalaya
Published by: Tanujit Das
  • Posted:September 15, 2018 9:44 am
  • Updated:September 15, 2018 9:44 am

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে তৎপর রাজ্য৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও তিনি জানিয়েছেন, ‘ওই কৃষি বিশ্ববিদ্যালয়টি তাঁর দপ্তরের আওতায় পড়ে না। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার তিনি ওই বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন।’ ইতিমধ্যে, পড়ুয়াদের মধ্য থেকে দাবি উঠেছে, ডিন অফ এগ্রিকালচার ও আরও একজন পদাধিকারীকে অপসারণ করতে হবে৷ পড়ুয়াদের এই দাবিও খতিয়ে দেখবেন শিক্ষামন্ত্রী৷

[‘মা’ সম্বোধন করে ‘ধর্ষণ’, মরণাপন্ন ৭০ বছরের বৃদ্ধা]

Advertisement

এদিকে, এখনও অব্যাহত বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ৷ আন্দোলনরত পড়ুয়ারা ক্লাস বয়কট করে এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়৷ শুক্রবার রাত আড়াইটে নাগাদ অসুস্থ বোধ করায় অফিস থেকে বেরতে পারেন উপাচার্য৷ তার অভিযোগ, ‘আন্দোলনকারী ছাত্রদের পাশাপাশি তাঁকে কয়েকজন শিক্ষকদের কাছেও অপমানিত হতে হয়েছে। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে’৷ পড়ুয়াদের পাশাপাশি শুক্রবার বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরাও। বহিরাগত দুষ্কৃতীদের বোমা ও গুলি ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না৷ উলটে, ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও খানিকটা বাড়িয়েছেন পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা এই হামলা চালিয়েছে৷ পুলিশ ক্যাম্পাসে থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। 

Advertisement

[মহরমের আগে কাটোয়ায় মাজার সংস্কারে হাত লাগিয়েছেন হিন্দুরা]

গত ৬ সেপ্টেম্বর থেকে পড়ুয়ারা ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি আধিকারিক ও ছাত্র কল্যাণ শাখার আধিকারিকের অপসারণের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন৷ দাবি না মেটায়, বৃহস্পতিবার রাতে অনশনে বসেন পড়ুয়ারা৷ অভিযোগ, পড়ুয়াদের উচ্ছেদ করতেই বৃহস্পতিবার তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের মদতেই এই হামলা হয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ