Advertisement
Advertisement

‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য

তদন্তে পুলিশ, অভিযোগ অস্বীকার বিজেপির৷

Posters with death threats to MP Dibyendu Adhikari found in Tamluk
Published by: Tanujit Das
  • Posted:September 24, 2018 8:04 pm
  • Updated:September 24, 2018 8:06 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’৷ এই হুমকি মাও পোস্টারই ছেয়ে গিয়েছে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা৷ কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার মূলচক্রী হিসাবে পোস্টারে দায়ী করা হয়েছে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে৷ যুব মোর্চার নামে দেওয়া হয়েছে এই পোস্টার৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়৷ এই পোস্টারের পিছনে কে বা কারা রয়েছেন, তার তদন্ত চেয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই৷ ঘটনার সঙ্গে তাঁদের যোগ অস্বীকার করেছে বিজেপির যুব মোর্চা৷

[সরকারি হোমে অত্যাচারের অভিযোগ, ফিল্মি কায়দায় পালাল ছয় নাবালক]

Advertisement

জানা গিয়েছে, হলদিয়ার মাছবাজার, টাউনশিপ এবং হিট কলেজ-সহ একাধিক এলাকায় এই পোস্টার ছেয়ে গিয়েছে৷ মাওবাদী কায়দায় সাদা কাগজে লাল রং দিয়ে লেখা পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। চলতি মাসেই কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলা হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়ি৷ ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী নাম। বিজেপি অভিযোগ করে, তমলুকের সাংসদের নেতৃত্বেই রাজ্য সভাপতির উপর হামলা চালানো হয়েছে।

Advertisement

[লাভের হিসেব বোঝেন না, নেশার টানে মূর্তি গড়েন শিলিগুড়ির নয়নজ্যোতি]

সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই বিজেপির যুব সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে একের পর হুমকি পোস্ট দেওয়া হয়৷ এমনকী, অধিকারী পরিবারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন বিজেপির যুব সংগঠনের সদস্যরা। এবার সরাসরি হলদিয়াজুড়ে মাওবাদী কায়দায় সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইতিমধ্যে, বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। শুরু হয়েছে তদন্ত৷ পুলিশের দ্বারস্থ হয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তিনি জানান, পুলিশ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। জেলার সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতেই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি৷ যদিও ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ