Advertisement
Advertisement

দুর্ঘটনায় মৃত্যু, প্রতিবাদে বন্ধ হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল

দুর্ভোগে নিত্যযাত্রীরা৷

 Rail blockade on Howrah suburban train route
Published by: Tanujit Das
  • Posted:February 7, 2019 12:08 pm
  • Updated:February 7, 2019 12:08 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: সাত সকালে তারকেশ্বরে পথ দুর্ঘটনা৷ লরির ধাক্কায় মৃত শ্যামল দাস নামের এক ব্যক্তি৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তারকেশ্বর ৪ নম্বর রেলগেট এলাকায়৷ রেললাইনে নেমে বিক্ষোভে দেখাতে শুরু করেন স্থানীয়া৷ ফলে হাওড়া-তারকেশ্বর শাখায় রেল চলাচলে বিঘ্ন ঘটেছে৷ চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা৷ জিটি রোডও অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা৷ ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী৷

[বাগদেবীর আরাধনায় জল ঢালতে পারে পশ্চিমি ঝঞ্ঝা ]

Advertisement

জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়পাড়া এলাকায়৷ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে সাইকেল করে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন ওই মৃত ব্যক্তি৷ শেওড়াফুলির ঘোষ মার্কেটের সামনে প্রথমে একটি ম্যাটাডোর এসে তাঁকে ধাক্কা মারে৷ সাইকেল থেকে পড়ে যান তিনি৷ এরপর পিছন থেকে আসা একটা লরি তার উপর দিয়ে চলে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷ এরপরই তারকেশ্বর ৪ নম্বর রেল গেটের কাছে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা৷ প্রশাসনের বিরুদ্ধে মূলত দু’টি অভিযোগে সরব হন তাঁরা৷ প্রথমত, রেললাইনের উপর ওভারব্রিজের দাবিতে৷ দ্বিতীয়ত, রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সঠিক পরিকাঠামো না থাকায়৷

Advertisement

[ছাত্র থাকলেও শিক্ষক নেই বহু স্কুলে, ভোটের মুখে বদলি প্রায় ৫০০ প্রাইমারি টিচার]

তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অনুরোধ করলেও ওভারব্রিজ তৈরির কোনও ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ৷ ওই এলাকার যান চলাচলও সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা হয় না৷ ফলে প্রতি সময় রাস্তায় যানজট তৈরি হয়৷ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে এ দিন সকাল থেকেই জিটি রোড ও তারকেশ্বরের ৪ নম্বর রেল গেটের কাছে অবরোধে শুরু করেছেন স্থানীয়রা৷ দীর্ঘক্ষণ বন্ধ রয়েছে হাওড়া-তারকেশ্বর শাখার রেল চলাচল৷ তবে হাওড়া-বর্ধমান ও হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ