Advertisement
Advertisement

Breaking News

রথযাত্রা নিয়ে বেকায়দায় বঙ্গ বিজেপি, সোমবার রাজ্যে আসছেন মোহন ভাগবত

রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন আরএসএস প্রধান।

RSS supremo to visit the state
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 9, 2018 4:51 pm
  • Updated:December 9, 2018 4:51 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আইনি জটে এ রাজ্যে কার্যত বানচাল বিজেপির রথযাত্রা কর্মসূচি। পরিবর্তিত পরিস্থিতিতে দু’বার রাজ্য সফর বাতিল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ আগামিকাল চারদিনের সফরে রাজ্য আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এখনও পর্যন্ত যা খবর, সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গে থাকবেন তিনি, আর বুধ ও বৃহস্পতিবার বৈঠক করবেন সংগঠনের দক্ষিণবঙ্গের কর্মকর্তাদের সঙ্গে। শুধু তাই নয়, রথযাত্রা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের বৈঠকও হবে বলে জানা গিয়েছে।

[ চিনের লালফৌজকে রুখতে এবার পানাগড়ে ঘাঁটি ব্রহ্মাস্ত্রসেনার]

Advertisement

শিয়রে লোকসভা ভোটে। এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে চেষ্টার কসুর করছেন না রাজ্য বিজেপি নেতারা। চলতি মাসে রাজ্যজুড়ে রথযাত্রা কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। শুক্রবার কোচবিহারে জনসভা করে কর্মসূচি সূচনা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। ঠিক ছিল, রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও ১৪ তারিখ বীরভূমের তারাপীঠ থেকে আরও দুটি রথ বেরোবে। কিন্তু হাই কোর্টের নির্দেশে আপাতত রথযাত্রা কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হয় বিজেপি। মুখরক্ষা করতে কোচবিহারের ঝিনাইডাঙায় অবশ্য সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কাকদ্বীপে বিজেপির রথযাত্রা কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে। তারাপীঠ থেকে রথ বেরোবে কিনা, তা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিজেপি রাজ্য নেতৃত্ব। এদিকে শুক্রবার রথযাত্রার উপর হাই কোর্ট স্থগিতাদেশ জারির করার পর রাজ্য সফর বাতিল করে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে শনিবার রাজ্যে আসার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত আর আসেননি।

Advertisement

রথযাত্রা ইস্যুতে যখন বেকায়দায় পড়েছে বিজেপি, ঠিক তখন রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএসের দাবি, উত্তর ও দক্ষিণবঙ্গে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকই এই সফরের প্রধান উদ্দেশ্য। কিন্তু, লোকসভা ভোটে রণকৌশল নিয়েও বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে মোহন ভাগবত কথা বলবেন বলা জানা গিয়েছে।

[ কনকনে ঠান্ডায় কাতরাচ্ছেন অসুস্থ বৃদ্ধ, মানবিকতার নজির যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ