Advertisement
Advertisement

Breaking News

Sagardighi by Election

ত্রিপুরা-মেঘালয়ের সঙ্গে ভোটের দামামা বাংলাতেও, সাগরদিঘির উপনির্বাচন নিয়ে শুরু চর্চা

তৃণমূলের শক্ত ঘাঁটিতে লড়াইয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস।

Sagardighi by Election dates announced by Election Commission | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 18, 2023 7:07 pm
  • Updated:January 18, 2023 7:07 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই এরাজ্যে ভোটের দামামা বেজে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের দিনই মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) উপনির্বাচন হতে চলেছে। ২ মার্চ ওই তিন রাজ্যের সঙ্গেই সাগরদিঘির ভোটের ফলাফল প্রকাশিত হবে। বুধবার এই নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।

সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। গত ২৯ ডিসেম্বর হঠাত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর জেরে সাগরদিঘি কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে যায়। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করানোর প্রয়োজন পড়ে। বুধবার কমিশন ভোটের বিজ্ঞপ্তি দিয়ে দিল।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, গণনা ২ মার্চ]

এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল (TMC) বিধায়ক। এরপর ২০১৬ এবং ২০২১ বিধানসভাতেও অনায়াসে সাগরদিঘি থেকে জিতে আসেন সুব্রত। ২০২১ বিধানসভাতেও বিজেপি (BJP) প্রার্থী মাফুজা খাতুনকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করেন সুব্রত। এই ‘সেফ’ সিটে তৃণমূল কাকে প্রার্থী করে সেটাই দেখার।

Advertisement

[আরও পড়ুন: ‘মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে, তৃণমূলই বিকল্প’, ভোটপ্রচারে বললেন মমতা]

শোনা যাচ্ছে সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াইয়ে এগিয়ে আছেন সুব্রত সাহার স্ত্রী। তাঁর ছেলে সপ্তর্ষি সাহাও কথাও ভাবছে দল। তবে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামও। এই দেবাশিস আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াইয়ে আছেন সাগরদিঘির এক প্রাক্তন ব্লক সভাপতিও। আগেরবার বিজেপির টিকিটে এই কেন্দ্রে লড়াই করেছিলেন দলের রাজ্য নেত্রী মাফুজা খাতুন (Mafuja Khatun)। মাফুজা জানিয়েছেন, দল চাইলে লড়তে আপত্তি নেই তাঁর। যদিও স্থানীয় নেতৃত্ব নতুন মুখ চাইছে। এই কেন্দ্রটিতে প্রার্থী দিতে পারে কংগ্রেসও। ২০২১ বিধানসভায় সাগরদিঘিতে তৃতীয় হয়েছিল হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ