Advertisement
Advertisement

স্কুলছুটদের মূলস্রোতে ফিরিয়ে ‘বীরাঙ্গনা’ পুরস্কার পাচ্ছেন বসতিবাসী সীমা

কুর্নিশ!

Siliguri girls Award by state government's
Published by: Kumaresh Halder
  • Posted:November 18, 2018 8:04 pm
  • Updated:November 18, 2018 9:27 pm

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আর্থিক লড়াই এখনও জারি৷ একদিকে পড়ার চাপ, অন্যদিকে সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা৷ আর্থিক প্রতিকূলতা হেলায় হারিয়ে মাত্র ১১ বছর বয়সেই নেমেছিলেন সমাজ সংস্কারের কাজে৷ বিনা পারিশ্রমিকে জেলা শিশু সুরক্ষা ইউনিটে কাকুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্কুলে ফিরিয়েছেন দলছুট ও ঘরছাড়া শিশু-কিশোরদের৷ তবে, মোটেই একাজ সহজ ছিল না৷ স্কুলছুট পড়ুয়াদের বাবা-মায়েদের বোঝাতে হয়েছে, কেন তাদের স্কুল যাওয়া প্রয়োজন৷ গ্রামে গ্রামে ছুটে গিয়ে রুখে দিয়েছেন নাবালিকা বিয়ে৷ টানা সাত বছর এভাবেই চাইল্ড লাইনের কাকুদের সঙ্গে হাত মিলিয়ে শিশু-কিশোরদের জীবনের মূলস্রোতে ফেরানোর কাজ চালিয়ে গিয়েছেন৷ এবার এই কাজের ফলস্বরূপ ‘বীরাঙ্গনা’ পুরস্কার পাচ্ছেন শিলিগুড়ির বসতিবাসী সীমা শা৷

[কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনে দেদার চমক, শোভাযাত্রায় জনস্রোত]

মাত্র ১১ বছর বয়সেই জেলা শিশু সুরক্ষা সমিতির কর্তাদের নজরে পড়ে যায় সীমা৷ তারপর পড়াশোনার পাশাপাশি সমাজসেবার কাজ নিজের ঘাড়ে তুলে নেয় ছোট্ট সীমা৷ সেই শুরু৷ তারই ফলস্বরূপ এবার সরকারের তরফে মিলছে স্বীকৃতি৷ ‘বীরাঙ্গনা সম্মান’ নিতে মঙ্গলবার সল্টলেকে হাজির হবেন সীমা৷ বাড়িতে পড়াশোনার পরিবেশ না থাকলেও এমন সম্মান পাওয়ায় খুশি মা মুন্নিদেবী থেকে শুরু করে দাদা শংকর৷ খুশি সকলেই৷ ‘বীরাঙ্গনা সম্মান’ হাতে ওঠার আগে সংবাদমাধ্যমে সীমার মন্তব্য, ‘‘বাড়িতে সবাই খুব খুশি৷ যখন চাইল্ড লাইনের দাদা-দিদি কাকুদের সঙ্গে ঘুরে ঘুরে এ কাজ শুরু করেছিলাম, তখন জানতাম না যে এই কাজেও পুরস্কার মিলতে পারে৷ এই স্বীকৃতি পেয়ে ভাল লাগছে৷’’

Advertisement

[OMG! গৃহস্থের পাতা ফাঁদে বন্দি চিতা! কী হল তারপর?]

Advertisement

রাজ্য সরকারের দেওয়া এই পুরস্কার তাঁর দায়িত্ব যে আরও বাড়িয়ে দিচ্ছে সেটাও জানাতে ভোলেননি শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী সীমা৷ ভবিষ্যতে কী ইচ্ছে? সীমার জবার, ‘‘ভবিষ্যতে আমি শিক্ষক হয়ে নিখরচায় এই সমস্ত ছেলেমেয়েদের পড়াতে চাই৷ যারা অন্তত ন্যূনতম শিক্ষা লাভ করে সমাজের মূলস্রোতে নিজেদের মেলে ধরতে পারে৷’’ সীমার এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা চাইল্ড লাইনের দায়িত্বপ্রাপ্ত চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উত্তরবঙ্গের সমন্বয়ক শেখর সাহা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ