Advertisement
Advertisement

একসঙ্গে একাধিক ট্রেনের ঘোষণা, সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ২ জন

আহত কমপক্ষে ১৪ জন। 

stampede at Santragachi, 1 dies
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 23, 2018 8:25 pm
  • Updated:October 23, 2018 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডে যখন চলছে বিসর্জনের কার্নিভাল, তখন বড়সড় দুর্ঘটনা ঘটল সাঁতরাগাছি স্টেশনে। প্ল্যাটফর্মের ফুটব্রিজে পদপিষ্ট হয়ে আহত হলেন ১৪ জন যাত্রী। আহতদের মধ্যে ২ জন আবার শিশু। আহতেরা সকলেই ভরতি হাসপাতালে। এখনও পর্যন্ত যা খবর,  হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে ।

[ রেলের ওয়েবসাইট হ্যাক করে ই-টিকিট জালিয়াতি, গ্রেপ্তার দুই ট্রাভেল এজেন্ট]

Advertisement

কীভাবে ঘটল দুর্ঘটনা? সাঁতরাগাছি স্টেশনে প্ল্যাটফর্ম একাধিক। কিন্তু, ফুটব্রিজ একটিই। যেকোনও প্ল্যাটফর্মে যেতে গেলে ওই একটি ফুটব্রিজই ব্যবহার করতে হয় যাত্রীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যে ছয়টা নাগাদ ২টি দুরপাল্লার ট্রেন একসঙ্গে ঢুকে পড়ে স্টেশনে। তার জেরেই দুর্ঘটনা ঘটে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে। দুটি ট্রেনের যাত্রীরাই ফুটব্রিজ দিয়ে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন। আর তাতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাড়াহুড়ো করতে গিয়ে বেশ অনেকেই ফুটব্রিজে পড়ে যান। বাকিরা তাঁদের উপর দিয়ে চলে যান। রেহাই পায়নি শিশুরাও। দুর্ঘটনায় আহত ২ জন শিশু-সহ ১৪ জন। আহতের সকলকেই সাঁতরাগাছি রেল হাসপাতালে ভরতি। হাসপাতালেই দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisement

এদিকে ফুটব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনার রেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, সাঁতরাগাছি স্টেশনে যাত্রী সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। দূরপাল্লায় প্রায় সবই ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। বেশিরভাগ যাত্রী এখন আর হাওড়া পর্যন্ত যান না। সাঁতরাগাছিতে নেমে পড়েন। এই স্টেশন থেকে ট্রেন ধরেন অনেকেই। কিন্তু, যাত্রীদের নিরাপত্তা দিকে নজর নেই রেল কর্তৃপক্ষের। স্টেশনে একটিমাত্র ফুটব্রিজ। সেটিরও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। ভিড় নিয়ন্ত্রণ কিংবা নজরদারি জন্য পর্যাপ্ত আরপিএফ জওয়ানও থাকে না। তার জেরেই এতবড় দুর্ঘটনা ঘটেছে। 

[ ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি , সিকিমে মৃত রাজ্যের ৫ পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ