Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

‘সমালোচকদের ক্ষমা করো গোমাতা’, কাতর আবেদন দিলীপের

গোরুর দুধে সোনা পাওয়া যায় বলায় সমালোচিত বিজেপির রাজ্য সভাপতি।

State president of BJP Dilip Ghosh begs pardon from cow
Published by: Sayani Sen
  • Posted:November 11, 2019 7:42 pm
  • Updated:November 11, 2019 7:44 pm

পলাশ পাত্র, তেহট্ট: গরুর দুধে সোনা পাওয়া যায়। ওই সোনার উৎস স্বর্ণনারী। সম্প্রতি এমন দাবি নিয়ে বেজায় সমালোচনার শিকার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মায়াপুরের গোশালা পরিদর্শনের পর গোমাতার কাছে ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টও করলেন তিনি।

সম্প্রতি বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই গরু নিয়ে দীর্ঘ এক বক্তৃতায় নানা দিক তুলে ধরলেন দিলীপ ঘোষ। বললেন, “ভারতীয় গরুর বৈশিষ্ট্য,তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রঙ একটু হলদেটে হয়। আমাদের দেশের গরুর যে কুঁজ থাকে, তা বিদেশী গরুর মধ্যে থাকে না। তাদের পিঠটা সমান, মোষের মত। গরুর কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে তাকে স্বর্ণনাড়ি বলে। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। সেই জন্য গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে।” দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে ওঠে সমালোচনার ঝড়। দিনকয়েক আগে তার পালটা জবাবও দেন দিলীপ ঘোষ। গোতত্ত্ব যাঁরা বোঝেন না তাঁদের ‘গাধা’র সঙ্গে তুলনাও করেন দিলীপ ঘোষ।

Advertisement

এরপরই মায়াপুরের গোশালা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে ঘোরাফেরা করে একটি ভিডিও তৈরি করে গেরুয়া শিবিরের নেতা। এরপর সোশ্যাল মিডিয়ায় মায়াপুরের গোশালা পরিদর্শনের ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা। সঙ্গে লেখেন, “হে গোমাতা যারা তোমাদের প্রশংসা সহ্য করতে পারে না, তাদের তোমরা ক্ষমা করে দাও। গোমাতার জয় হোক!” যদিও এই ভিডিও পোস্টের পরেও সমালোচকদের মুখ বন্ধ করাতে পারেননি দিলীপ ঘোষ। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে চলছে রসিকতা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি বিচারপতি হলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম’, কী বলতে চাইলেন তসলিমা?]

এদিকে, করিমপুরের বালিয়াডাঙায় মহুয়া মৈত্রকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাম এবং ডান পাশে ওসি নিয়ে করিমপুরে উপনির্বাচনের আগে সকলকে চমকাচ্ছেন।” এভাবে উপনির্বাচনে জেতা যাবে না বলেও জানান তিনি। 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ