Advertisement
Advertisement

বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুতের অভিযোগ, গ্রেপ্তার বীরভূমের বিজেপি সম্পাদক

পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির৷

storing illegal arms and explosive, police arrested Birbhum BJP secretory
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2019 11:31 am
  • Updated:September 17, 2019 11:31 am

নন্দন দত্ত, রামপুরহাট: বিস্ফোরক ও বেআইনি অস্ত্র মজুত, সম্প্রীতি নষ্টের চেষ্টা-সহ একাধিক অভিযোগে বীরভূম জেলা বিজেপির শীর্ষ নেতা অতনু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ৷ মঙ্গলবার রাতে মল্লারপুরে তার নিজ বাড়ি থেকে জেলা বিজেপির সম্পাদককে গ্রেপ্তার করা হয়৷ ঘটনায় পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব গেরুয়া শিবির৷ মঙ্গলবার জেলাজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি৷

[ আরও পড়ুন: ঘুমন্ত শিশুকে পিষল বেপরোয়া লরি, রামপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মল্লারপুরে অতনু চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় পুলিশ৷ গ্রেপ্তার করা হয় তাকে৷ পুলিশের অভিযোগ, গত জুন মাসে মল্লারপুরের একটি ক্লাবে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তার সঙ্গে যোগ ছিল অতনু চট্টোপাধ্যায়ের৷ পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে গ্রামে বিস্ফোরক ও বেআইনি অস্ত্র মজুত করছিলেন তিনি৷ এছাড়া মহরমের দিন নিজ এলাকায় সাম্প্রদায়িক উসকানিতে মদত দেন তিনি৷ সম্প্রীতি নষ্টের চেষ্টা করেন৷ এলাকাকে উত্তেজিত করে তোলার চেষ্টা করেন৷ এছাড়া, বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের মৃত্যুর প্রতিবাদে একাধিক এলাকায় পথ অবরোধে নেতৃত্ব দেওয়ারও অভিযোগ রয়েছে, জেলা বিজেপির সম্পাদকের বিরুদ্ধে৷

Advertisement

[ আরও পড়ুন: তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে হাতছাড়া আর্থিক বরাদ্দ, থমকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কাজকর্ম ]

এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির৷ তাঁদের বক্তব্য, শাসকদলের মদতে কাজ করছে জেলা পুলিশ৷ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপির নেতা-কর্মীদের৷ দিন কয়েক আগেই লাভপুরের জনসভা থেকে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল৷ বলেছিলেন, বিজেপি করলে শান্তি পেতে হবে৷ পুলিশের তৎপরতা অনুব্রত মণ্ডলের সেই হুঁশিয়ারির ফল বলেই মত বিজেপি নেতৃত্বের৷ এর বিরুদ্ধে আবার বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে গেরুয়া শিবির৷ প্রসঙ্গত, বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের হত্যাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত নানুর-সহ গোটা বীরভূম জেলা৷ পুলিশের বিরুদ্ধে ধরনা দিয়েছে গেরুয়া শিবিরের রাজ্য তথা জেলা নেতৃত্ব৷ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে জেলা থেকে কলকাতাতেও৷ ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ দেখানোর অভিযোগে আগেই বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ মণ্ডল ও জেলার যুব মোর্চার নেতা ধ্রুব সাহাকে গ্রেপ্তার করে পুলিশ৷

ছবি: সুশান্ত পাল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ