Advertisement
Advertisement

Breaking News

স্কুল

শৌচাগারে পড়ে মৃত্যু খুদে পড়ুয়ার, গাফিলতির অভিযোগ স্কুলের বিরুদ্ধে

স্কুলের বিরুদ্ধে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

Student dies after falling in toilet in West Bengal's Siliguri
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 20, 2019 8:09 pm
  • Updated:November 20, 2019 8:09 pm

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: ফের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায়। বুধবার সকালে স্কুল চলাকালীন শৌচাগারে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয় তার। পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে স্কুলের ভূমিকা নিয়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত অবিঘ্ন গৌতম কিন্ডার গার্টেনের পড়ুয়া। বাড়ি বাগডোগরার গোঁসাইপুর এলাকায়। বাবা জগন্নাথ গৌতম বাগডোগরার বেলগাছি হিন্দি হাইস্কুলের ভূগোলের শিক্ষক। জানা গিয়েছে, বুধবার টিফিন বিরতির সময় স্কুলের শৌচাগারে পড়ে যায় অবিঘ্ন। মাথা, মুখ ও বুকে গুরুতর চোট পায় সে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে প্রাথমিক চিকিৎসার পর স্কুলেই শুইয়ে রাখে পড়ুয়াকে। দীর্ঘক্ষণ পর পড়ুয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্কুলের তরফে। এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া। অবস্থা সংকটজনক হওয়ায় ওই খুদেকে মাটিগাড়ি হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তায় মৃত্যু হয় তার। 

Advertisement

মৃত পড়ুয়ার বাবা জগন্নাথবাবু বলেন, “ঘটনার দু’ঘন্টা বাদে ফোন করে ছেলের দুর্ঘটনার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। দু’ঘন্টা ধরে ছেলেকে ফেলে রাখা হয়েছিল।কেন এমন হল? ” এক অভিভাবকের কথায়, “স্কুল কর্তৃপক্ষের অবশ্যই গাফিলতি রয়েছে। সময়মতো পদক্ষেপ নিলে শিশুটির প্রাণ যেত না।” দার্জিলিং জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি সুপ্রকাশ রায় বলেন, “স্কুল কর্তৃপক্ষের ভূমিকা দুর্ভাগ্যজনক। ঘটনার তদন্ত হওয়া উচিৎ। স্কুল কর্তৃপক্ষের গাফিলতি থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানদের ঘরছাড়া করার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত]

পরিবারের অভিযোগ, স্কুলে খুদে পড়ুয়াদের শৌচাগারে নিয়ে যাওয়া বা দেখাশোনার জন্য পর্যাপ্ত আয়া নেই। সেই কারণেই এই পরিণতি। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অতুল বিশ্বনাথন বলেন, “ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।” গত চার মাসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও আশিঘর এলাকার দুটি ইংরেজি মাধ্যম স্কুলে সপ্তম ও নবম শ্রেণির দুই পড়ুয়ার মৃত্যু ঘটনা ঘটেছিল। দুটি ঘটনাতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ফের এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ