Advertisement
Advertisement

Breaking News

বিদ্যুতের খুঁটিতে দলীয় পতাকা, খোলার জন্য ডাকা হল দমকলকে

পতাকা খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা।

The party flag on the electricity pole at Katwa
Published by: Bishakha Pal
  • Posted:March 19, 2019 9:13 pm
  • Updated:March 19, 2019 9:13 pm

ধীমান রায়, কাটোয়া: নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে কোনও সরকারি জায়গায় কোনও রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগানো নিষেধ। এমন ঘটনা চোখে পড়লে সেইসব ফ্ল্যাগ ও ফেস্টুন খুলে দেওয়া হচ্ছে। কমিশনের নির্দেশ মতো গুসকরা শহরে এমনই পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি পতাকা খোলা তো দুরের কথা ছোয়ারই সাহস পাচ্ছে না আউশগ্রাম ১ ব্লক প্রশাসন।

সিপিএমের ফেসবুক পেজে মুনমুনের দেওয়াল লিখন! বিতর্ক পশ্চিম বর্ধমানে ]

Advertisement

কোনও রাজনৈতিক প্রভাবের কারণে এমন ঘটনা ঘটছে, তা নয়। আসলে একটি হাই টেনশন লাইনের বিদ্যুৎ খুঁটির একেবারে ডগার দিকে লাগানো হয়েছিল দলীয় ওই পতাকা। গুসকরা স্কুল মোড়ে একটি বিদ্যুৎ খুঁটিতে সেই পতাকা পতপত করে উড়ছে। লেগে রয়েছে বিদ্যুৎ তারে। ফলে নির্বাচন কমিশনের আওতাধীন দলটি মোটেই সাহস পাচ্ছে না ওই পতাকা খোলার। কারণ, পতাকা খুলতে গেলেই নির্ঘাত বিদ্যুতের ছোবল খেতে হবে। তাহলে উপায়? আউশগ্রাম ১ ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, “আমাদের টিমের কেউ জীবনের ঝুঁকির কারণে পতাকা খুলতে পারছে না। তাই আমরা ওই পতাকা খোলার জন্য দমকল অফিসে খবর দিয়েছি। তাদের সাহায্য নেওয়া হবে।”

Advertisement

ছবি: জয়ন্ত দাস

জয়ের ব্যপারে ‘২০১’ শতাংশ নিশ্চিত, কর্মিসভা থেকে ঘোষণা দশরথ তিরকে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ