Advertisement
Advertisement
বাঁকুড়া

শুভেন্দুর মিছিল লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, গুলিতে জখম এক ছাত্র-সহ ৩

পুলিশই গুলি চালিয়েছে বলেই দাবি বিজেপির৷

tmc-and-bjp-clash-in-bankuras-patrasayor-injured-3
Published by: Sayani Sen
  • Posted:June 22, 2019 9:34 pm
  • Updated:June 22, 2019 9:52 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের চলল গুলি এবং বোমা৷ ভাটপাড়ার পর এবার ঘটনাস্থল বাঁকুড়ার পাত্রসায়র৷ গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির এক ছাত্র-সহ মোট তিনজন৷ তাঁরা প্রত্যেকেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশের গুলিতে ওই তিনজন জখম হয়েছেন বলেই দাবি বিজেপির৷ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শুধুমাত্র কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়েছে বলেই দাবি পুলিশের৷

[ আরও পড়ুন: কাটমানি নেওয়ার অভিযোগ, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান]

শনিবার বিকালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাঁকুড়ার পাত্রসায়রে জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়৷ তাতে পা মেলান অন্তত শ-খানেক তৃণমূল নেতাকর্মী৷ অভিযোগ, তৃণমূলের মিছিল লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয় বিজেপি কর্মীসমর্থকরা৷ তার জেরে তৃণমূল-বিজেপি দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ বোমাবাজিও হয়৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ তবে পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ চলতে থাকে৷ বিজেপির দাবি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷ তাতেই তিনজন জখম হন৷ তাদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র৷ বর্তমানে জখম প্রত্যেকেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷

Advertisement

[ আরও পড়ুন: ১৫ মিনিটেই সব বদলে গেল! কান্নায় ভেঙে পড়লেন ভাটপাড়ায় নিহত কিশোরের প্রিয়জন]

এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সুভাষ সরকার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন৷ শুভেন্দু অধিকারী চক্রান্ত করে বহিরাগতদের দিয়ে এলাকায় অশান্তির আবহ তৈরি করেছেন বলেও অভিযোগ তাঁর৷ যদিও তৃণমূলের সাংগঠনিক সভাপতি শ্যামল সাঁতরা এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, অশান্তি নয় বরং শান্তি প্রতিষ্ঠার চেষ্টাতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়৷ পুলিশ যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তাদের পালটা দাবি, পরিস্থিতি সামাল দিতে গুলি নয়, ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেল৷ তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ