Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

রথের মেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত নদিয়ার পলাশিপাড়া

আশঙ্কাজনক অবস্থায় তিনজন ভরতি হাসপাতালে৷

TMC-BJP clash in Nadia's Palashipara, three injured, tension irrupt
Published by: Tanujit Das
  • Posted:July 14, 2019 12:29 pm
  • Updated:July 14, 2019 12:29 pm

পলাশ পাত্র, তেহট্ট: ছিল না কোনও ঝঞ্ঝাট, শান্তিপূর্ণভাবেই চলছিল রথের মেলা৷ কিন্তু তৃণমূল-বিজেপি সংঘর্ষে শনিবার রাতে সেই মেলাই রূপ নিল রণক্ষেত্রের৷ এবং যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত বার্ণিয়া এলাকায়৷ সূত্রের খবর, সংঘর্ষের জখম হয়েছে দু’দলের মোট সাত থেকে আটজন কর্মী৷ যাঁদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুরনো শত্রুতার জেরে এই সংঘর্ষ বলে অনুমান পুলিশ ও স্থানীয়দের৷

[ আরও পড়ুন: শনিবার রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত ভাটপাড়া, বোমার আঘাতে জখম ৮ ]

Advertisement

এই ঘটনার পরেই তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে অভিযোগ ও পালটা অভিযোগ পর্ব৷ তৃণমূলের দাবি, এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করতেই লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের কর্মীদের উপর হামলা করেছে বিজেপি৷ হামলাকারীরা আগে সিপিএম করত৷ লোকসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে৷ জানা গিয়েছে, ঘটনায় গুরুতর জখম হয়েছে একই পরিবারের তিন সদস্য৷ বাবা লালবাবু ঘোষ এবং তাঁর দুই ছেলে রামআধার ঘোষ ও দিলীপ ঘোষ৷ এদের প্রত্যেককেই ওইদিন রাতে পলাশিপাড়া হাসপাতালে ভরতি করা হয়৷ তবে রামআধারের অবস্থা আরও খারাপ হওয়ায়, তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ঘটনার দায় বিজেপির উপর চাপিয়েছেন স্থানীয় বিধায়ক তাপস সাহাও৷ তিনি জানান, ভোটের পর সিপিএম থেকে প্রচুর মানুষ বিজেপিতে যোগ দেওয়ায়, এলাকায় ক্ষমতা বেড়েছে পদ্মশিবিরে৷ সেই সুযোগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি৷

Advertisement

এলাকায় তাঁদের শক্তি বৃদ্ধির কথা মানলেও, তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির৷ জেলার বিজেপি নেতা বিভাস মণ্ডল জানান, মেলার মধ্যে এক গৃহবধূর শ্লীলতাহানি করে ওই তৃণমূল কর্মীরা৷ তার প্রতিবাদ করলে, বিজেপি কর্মীদের মারধর করা হয়৷ তৃণমূলের লোকরা লাঠি নিয়ে হামলা চালায়৷ শূন্যে গুলি চালানোরও অভিযোগ করেছে গেরুয়া শিবির৷ ঘনার পিছনে কোনও পুরনো দ্বন্দ্ব রয়েছে বলে অনুমান পলাশিপাড়া থানার পুলিশের৷ শুরু হয়েছে ঘটনার তদন্ত৷

[ আরও পড়ুন:  রথের মেলা দেখাতে যাওয়ার নাম করে স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ