সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলস থেকে শর্টস – সোশাল মিডিয়া এখন ‘বকুলতলা’ জ্বরে কাবু। সকলেই যেন চলেছেন ‘মেলা’ দেখতে। নেটপাড়ার অলিগলি পেরিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও এখন ‘বকুলতলা’ জ্বর। সে জ্বরে কাবু খোদ তৃণমূল। দিঘার রথের প্রচারে অনির্বাণ ভট্টাচার্যদের ‘হুলিগানিজম’ ব্যান্ডের সেই গানকেই কাজে লাগাল রাজ্যের শাসক শিবির।
রবিবার তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডেলে ২৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দিঘার রথযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘মেলার গান’-এর প্যারোডি। সেটি হল, “আমাদের দিঘায় এবার রথ এসেছে। বসেছে মেলা। ঘুরতে যাব আমি তুমি।” গানের শেষের দিকের লাইনগুলি হল, “আমাদের দিঘায় এবার রথ এসেছে। বসেছে মেলা। দেখতে যাব আমি তুমি।” সুর এক। তাল এক। শুধু ভাষার সামান্য অদলবদল। তৃণমূলের শেয়ার করা এই ভিডিও স্বাভাবিকভাবেই জোর সাড়া ফেলেছে। দাবানলের মতো ভাইরাল হয়ে গিয়েছে ছোট্ট ভিডিওটি। হু হু করে বাড়ছে ভিউ।
আমাদের দিঘায় এবার রথ এসেছে,
বসেছে মেলা,
ঘুরতে যাব আমি তুমি।Digha is gearing up for its FIRST-EVER Rath Yatra!#JoyJagannath pic.twitter.com/ytBq435k9c
— All India Trinamool Congress (@AITCofficial) June 22, 2025
উল্লেখ্য, গত অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সমস্ত নিয়মকানুন মেনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর তারপর এই প্রথমবার সৈকতনগরীতে হবে রথযাত্রা। আগামী ২৭ জুন রথযাত্রা। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। শুক্রবার মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। সেখানে কোনও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন দিঘা জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস। গত ১২ তারিখ স্নানযাত্রার পর আপাতত জগন্নাথদেবের মূর্তি দর্শন বন্ধ। তাই ভক্ত সমাগম কিছুটা কম। আর এই সুযোগেই যাবতীয় প্রস্তুতি পর্ব সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.