Advertisement
Advertisement

Breaking News

দুষ্কৃতীদের গুলিতে খুন যুব তৃণমূল নেতা, চাঞ্চল্য নদিয়ার চাকুন্দিতে

অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে দেবগ্রামে পথ অবরোধ করেন স্থানীয়রা৷

TMC leader shot dead

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 8, 2018 12:00 pm
  • Updated:December 8, 2018 12:00 pm

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন যুব তৃণমূল নেতা৷ শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাকুন্দির মোড়ে৷ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তাঁর পরিজনেরা৷ দেবগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

[সশরীরে নয়, কফিনবন্দি হয়েই গ্রামে ফিরছেন জওয়ান]

নিহতের নাম আবদুল জলিল শেখ৷ নদিয়ার সীতাচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি৷ যুব তৃণমূল নেতা ছিলেন জলিল৷ প্রতিদিনই দেবগ্রামের একটি চায়ের দোকানে আড্ডা দিতেন তিনি৷ শুক্রবার ওই দোকানেই বসেছিলেন জলিল৷ রাতে চা খেয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন৷ বাড়ি থেকে চার কিলোমিটার দূরত্বে জলিলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি৷ দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরে৷ মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ওই যুব তৃণমূল নেতাকে৷ গুলি এবং চিৎকারের শব্দ পান স্থানীয় বাসিন্দারা৷ তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা৷ দেখেন রাস্তার মাঝেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জলিল৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে সব শেষ৷ মারা গিয়েছেন জলিল৷

Advertisement

[ডুয়ার্সে ১৫ কোটি টাকার চারটি তক্ষক-সহ ধৃত যুবক]

নিহত জলিলের স্ত্রী আকিরা বিবি, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র পঞ্চায়েতের তৃণমূল সদস্য৷ গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি৷ যদিও জয়ের পর দলবদল করেন আকিরা৷ তৃণমূলে যোগদান করেন তিনি৷ জলিলের স্ত্রীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেউ তাঁর স্বামীকে খুন করিয়েছে৷ এই ঘটনার সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁর৷ নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ-র গলাতেও একই অভিযোগের সুর৷ তিনি বলেন,‘‘জলিল একজন দক্ষ সংগঠক৷ যে বা যারা জড়িত তাদের অবিলম্বে কঠোর শাস্তি হওয়া উচিত৷’’

Advertisement

[সীমান্তে জাল ভোটার কার্ড তৈরির কারবারের পর্দাফাঁস, ধৃত যুবক]

জলিলের মৃত্যুতে ফুঁসছে গোটা এলাকা৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা৷ এই দাবিতে শুক্রবার রাতেই দেবগ্রামে পথ অবরোধ করেন তাঁরা৷ যদিও ঘণ্টাখানেক পর পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেই জানান কালীগঞ্জ থানার পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ