Advertisement
Advertisement

Breaking News

কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ, বজবজে বিক্ষোভ মিছিল তৃণমূলের

গুলিবিদ্ধ কাউন্সিলরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

TMC stages protest in Budge Budge
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 19, 2019 10:46 am
  • Updated:February 19, 2019 10:46 am

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুরসভার সামনে পথ অবরোধ, বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল। বজবজে কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। ঘটনায় অভিযুক্ত হিসেবে কামাল ও ক্যাশ নামে দুই দুষ্কৃতীর নাম উঠে এসেছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এদিকে গুলিবিদ্ধ কাউন্সিলরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

[বজবজে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, অবস্থা আশঙ্কাজনক]

Advertisement

এ রাজ্যে ফের শাসকদলের জনপ্রতিনিধিকে লক্ষ্য করে গুলি। এবার নিশানায় বজবজ পুরসভার তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। সোমবার রাতে বজবজের চিত্রাগঞ্জে দলের কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎই তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়ে দু’জন দুষ্কৃতী। কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। মিঠুন টিকাদারের বুকে ও পেটে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর বোমাবাজি করতে করতে পালিয়ে যায় হামলাকারীরা। কলকাতার একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। হাসপাতাল সূত্রে খবর, রাতে তাঁর অস্ত্রোপচার হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

মঙ্গলবার সকালে কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে বজবজ শহরের প্যায়েস্তা মোড়ে পুরসভার সামনে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে মাধ্যমিক পরীক্ষা চলায় মিনিট দশেক পরই অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়। এরপর বজবজ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল বের করে শাসকদল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কাউন্সিলর মিঠুন ঠিকাদারকে খুনের চেষ্টা করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। দিন কয়েক আগে নদিয়ার মাজদিয়া-ফুলবাড়িতে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। বিধায়কের পাড়াতেই সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে খুব কাছ থেকে সত্যজিৎকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। নদিয়ারই কৃষ্ণগঞ্জের বিধায়ক ছিলেন সত্যজিৎ বিশ্বাস।

[ বাংলাদেশ সীমান্তে শহিদ বাংলার ছেলে, জওয়ানকে শ্রদ্ধা জানাল বিএসএফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ