Advertisement
Advertisement

Breaking News

রেল

লাইনে বিকল লরি, বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল

লরিটি লাইন থেকে সরানোর কাজ চলছে।

Train service disrupted in between Sealdah and Bangaon route
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 20, 2019 8:41 am
  • Updated:October 20, 2019 10:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালেই ফের বিপত্তি। বন্ধ শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। জানা গিয়েছে, লাইনের উপর লরি বিকল হয়ে যাওয়ার ফলেই রবিবার সকাল থেকে বন্ধ শিয়ালদহ উত্তর শাখার বনগাঁ লাইনের আপ ও ডাউনের ট্রেন চলাচল। রবিবারের সকালে ছুটির মেজাজে বাড়ি থেকে বেড়িয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, দ্রুতই লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত সংলগ্ন রেল গেট পার হচ্ছিল একটি লরি। সেই সময় আচমকাই লাইনের উপর আটকে যায় লরিটি। ট্রেন চলাচল বন্ধ করে তড়িঘড়ি রেলের তরফে শুরু করা হয় উদ্ধারকাজ। কিন্তু প্রায় দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও লাইন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি লরিটি। ঘটনার জেরে সকাল ৬ টা থেকে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। আংশিকভাবে চালু রয়েছে হাসনাবাদ শাখার পরিষেবা। রেলের বিপত্তির জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। তবে ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় কিছুটা কম। ফলে কিছুটা রেহাই বলেই মনে করছে রেল।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, লরিটি আটকে যাওয়ার খবর পৌঁছতেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। অবিলম্বে লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস মিলেছে রেলের তরফে। সাতসকালে এই বিপত্তির জেরে ক্ষুব্ধ যাত্রীরাও। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় অনেকেই। কেউ কেউ আবার বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। 

Advertisement

[আরও পড়ুন:হাসপাতালে রেখে শিমলা সফরে মেয়ে, ছুটির পরও বাড়ি ফেরা হল না বৃদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ