Advertisement
Advertisement

Breaking News

CAA

জলঙ্গি গুলি কাণ্ডে নাম জড়াল তৃণমূল নেতার, পালটা কংগ্রেসকে আক্রমণ অভিযুক্তের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Two man shoot dead in anti caa protest in jalangi on wednesday

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 29, 2020 3:20 pm
  • Updated:January 29, 2020 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলঙ্গিতে সিএএ বিরোধী আন্দোলনে গুলি চালানোর ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তহিরুদ্দিনের। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পালটা কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

সংশোধিত নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পর থেকেই বিক্ষোভের আগুনে ফুঁসতে শুরু করে মুর্শিদাবাদ। রেল অবরোধ, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ লেগেই ছিল। এখনও ক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান CAA বিরোধীরা। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। কিছু বুঝে ওঠার আগেই অবরোধকারীদের কানে পৌঁছয় গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী এক বৃদ্ধ। স্থানীয়দের নজরে আসার পর তাঁকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় তাঁর। এখনও দু’জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি।

Advertisement

[আরও পড়ুন: CAA’র প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ জনের, মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার]

কংগ্রেসের অভিযোগ, তৃণমূল চায়নি তাঁদের বাদ দিয়ে সিএএ বিরোধী আন্দোলনে পথে নামুক কোনও দল। সেই কারণেই নাগরিক মঞ্চ এদিন বিক্ষোভ দেখালে সেখানে গুলি চালায় তৃণমূলের দাপুটে নেতা তহিরুদ্দিন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্তের। তাঁর কথায়, এদিনের বিক্ষোভে হামলা চালায় কংগ্রেস। একের পর এক গাড়ি ভাঙচুর করে তাঁরা। রাস্তার উপর কার্যত তাণ্ডবলীলা চালানোর অভিযোগ তোলেন তিনি। এবিষয়ে বিধায়ক চক্রবর্তী বলেন, সিএএ সম্পর্কে দল নিজেদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে। তাই কোনওভাবেই এই হামলার সঙ্গে কংগ্রেসের যোগ তা অসম্ভব বলেই জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: নেই পর্যাপ্ত খাবার-জল, করোনা ভাইরাস সংক্রমণের মাঝে সেনঝেনে বিপাকে বাঙালি দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ