Advertisement
Advertisement

Breaking News

মাঝেরহাটের পর বিপর্যয় কাকদ্বীপে, ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

কালনাগিনী নদীর উপরে তৈরি হচ্ছিল সেতুটি।

Under construction bridge collapse in Kakdwip
Published by: Shammi Ara Huda
  • Posted:September 24, 2018 11:36 am
  • Updated:September 24, 2018 11:47 am

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:   ফের সেতু বিপর্যয়। কাকদ্বীপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। সকাল ৯.৩০ মিনিটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্টিমার ঘাটে। কালনাগিনী নদীর উপরেই সেতুটি তৈরি হচ্ছিল। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।  বেশ কিছুদিন ধরেই নির্মীয়মাণ সেতুটিতে ফাটল দেখেছিলেন বাসিন্দারা। বিষয়টি নির্মাণ সংস্থার লোকজনকেও জানান। প্রশাসনিক কর্তাব্যক্তিদেরও জানানো হয়। অভিযোগ, ঘটনার কথা জানতে পেরেও ত্রুটি ঢাকার কোনও চেষ্টাই হয়নি। ঠিক তারপরেই হুড়মুড়িয়ে ভাঙল সেতু। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, গঙ্গাসাগরে মেলার সময় কাকদ্বীপের লট-এইট ঘাটে তিল ধারনের জায়গা থাকে না। এই পরিস্থিতি কাটাতেই কালনাগিনী নদীর উপরে সেতুর তৈরির সিদ্ধান্ত নেয় প্রশাসন। বেশ কিছুদিন আগে নির্মাণকার্যও শুরু হয়। নির্মাণের সময়েই সেতুর উপরে ফাটল দেখতে পান স্থানীয়রা। ততদিনে মাঝেরহাট সেতু বিপর্যয় ঘটে গিয়েছে। আতঙ্কিত বাসিন্দারা ফাটলের কথা প্রশাসনকে জানান। তবে ত্রুটি সারানোর জন্য কোনও হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ। নির্মাণস্থলে মাটির কিছু সমস্যা থাকায় মাঝে কাজ বন্ধ করে দেওয়া হয়। কিছু দিন আগে ফের নির্মাণকার্য শুরু হয়েছে। যদিও সেতু ভেঙে পড়ার সময় কাজ চলছিল না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা। রয়েছে কাকদ্বীপ ও কোস্টাল থানার পুলিশ। কীভাবে ভেঙে পড়ল সেতু খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নির্মীয়মাণ সেতু বিপর্যয়ের খবর পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। যদি কোনও পক্ষের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে যথাযথ পদক্ষেপ করা হবে।

Advertisement
ছবিতে ভেঙে পড়া সেতু

[একশো দিনের কাজের টাকা ঢুকছে মোবাইল সংস্থার অ্যাকাউন্টে!]<

বলা বাহুল্য, বছর দুয়েক আগে পোস্তায় নির্মীয়মাণ সেতু বিপর্যয়ের আতঙ্ক এখনও তাড়া করে ফিরছে। দিন কুড়ি আগেই ভেঙে পড়েছে মাঝেরহাট সেতু। তারপর শিলিগুড়িতে সেতু বিপর্যয়। দু’দিন আগে বসে গিয়েছে টালিগঞ্জের করুণাময়ী সেতু। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের কাকদ্বীপে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। রাজ্যে একের পর এক সেতু বিপর্যয়ে আতঙ্ক ছড়িয়েছে। সেতুর নির্মাণপদ্ধতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, নির্মীয়মাণ সেতুর নকশায় ভুল থাকলে বিপর্যয় ঘটতে পারে। একইভাবে যদি নির্মাণ পদ্ধতিতে কোনও গলদ থাকে তাহলেও ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে রয়েছে নির্মাণ সামগ্রীর মান। যদি নির্মাণ সামগ্রী উন্নতমানের না হয়, তাহলেও ভাঙতে পারে নির্মীয়মাণ সেতু। এক্ষেত্রে ঠিক কোনটা ঘটেছে এখনই বলা সম্ভব নয়। তবে তদন্তকারী দল পরীক্ষা করলেই বিষয়টি জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।

ছবি :বিশ্বজিৎ নস্কর 

[ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ