Advertisement
Advertisement
বনগাঁ উত্তর

বেইমান! বনগাঁ উত্তরের দলত্যাগী বিধায়কের হোর্ডিংয়ে আগুন তৃণমূল সমর্থকদের

‘হরি বল’ ধ্বনি দিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের।

Violence in Bongaon as MLA shifts allegiance to BJP
Published by: Tanujit Das
  • Posted:June 19, 2019 10:24 am
  • Updated:June 19, 2019 10:24 am

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দলের সঙ্গে ‘বেইমানি’ করেছেন বিধায়ক৷ মন থেকে কিছুতেই তাঁর বিজেপিতে যোগদান মেনে নিতে পারছেন না স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ৷ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন তাঁরা৷ ‘হরি বল’ স্লোগান তুলে বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের নাম লেখা এবং ছবি দেওয়া হোর্ডিং জ্বালিয়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যায় এমনই ঘটনার সাক্ষী থাকলেন উত্তর বনগাঁর মানুষজন৷

[ আরও পড়ুন: বনাঞ্চলে পরিখা কেটেই দাঁতালের তাণ্ডব থেকে সমাধানের পথ খুঁজছে পুরুলিয়ার বনবিভাগ]

Advertisement

সোমবার থেকে তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের দলত্যাগ নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, মঙ্গলবার তা সত্যি হয়েছে৷ ওইদিন বিকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন উত্তর বনগাঁর তৃণমূল বিধায়ক৷ তাঁর সঙ্গে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন বনগাঁ পুরসভার ১৪ জন কাউন্সিলর। সূত্রের খবর, এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ উত্তরের একাধিক এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে৷ ধর্ম পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদা বাজার এলাকায় জড়ো হন শাসকদলের সমর্থকরা৷ বিধায়ক বিশ্বজিৎ দাসের দলত্যাগের প্রতিবাদে করেন তাঁরা৷ ‘হরি বল’ ধ্বনি দিয়ে জ্বালিয়ে দেন তাঁর ছবি দেওয়া হোর্ডিংগুলি।

Advertisement

[ আরও পড়ুন: আইনি পোশাকে বেআইনি কাজ চলছে স্টেশনগুলিতে, সিআইবির হাতে ধৃত ৬ ]

‌স্থানীয় তৃণমূল সমর্থরা জানান, ‘‘আমরা বিধায়ককে ভালবাসতাম৷ তাঁকে মান্য করতাম। আমাদের না জানিয়ে উনি দলবদল করেছেন। তাঁকে বিধায়ক করতে আমরা, এলাকার তৃণমূল কর্মীরা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম। উনি বেইমানি করেছেন৷” যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই বলেই জানিয়েছেন বনগাঁ নীলদর্পণ ব্লকের তৃণমূল সভাপতি নন্দলাল বসু৷ তিনি বলেন, “আগুন লাগানোর ঘটনাটি শুনেছি। এলাকার সাধারণ মানুষ বিশ্বজিৎবাবুকে ভোট দিয়ে জিতিয়েছিলেন৷ তাঁর বিজেপিতে যোগদানের খবর পেয়েই মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে৷ এর সঙ্গে তৃণমূল যুক্ত রয়েছে বলে আমার জানা নেই।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ