Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত ভোটের মনোনয়ন LIVE: রক্তাক্ত সিউড়ি, রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘিরে তরজা

বিজেপি-তৃণমূল উভয়েরই দাবি মৃত কর্মী তাদের দলীয় সমর্থক।

WB Panchayat Polls 2018 Nomination LIVE
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2018 11:19 am
  • Updated:October 31, 2018 1:57 pm

তথ্য: বুদ্ধদেব সেনগুপ্ত, দেবব্রত মণ্ডল, নন্দন দত্ত, সাবিরুজ্জামান, সৌরভ মাজি, শ্রীকান্ত দত্ত

  • ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতী এনে রাজ্যে গণ্ডগোল পাকাচ্ছে বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিমের। মৃত রাজনৈতিক কর্মী তৃণমূলের বলে দাবি তাঁরও।
  •  রাজ্যে এখন রাষ্ট্রপতি শাসন জারি করার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনই সে দাবি তোলা হচ্ছে না, বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
  • ডায়মন্ডহারবারে প্রার্থীদের মিছিলে গুলিবোমা। ফলতা, আমতলা, বাখরাহাটে পথ অবরোধ চলছে।
  • ঘাটালে বিজেপি প্রার্থীদের বেধড়ক মারধরের অভিযোগ, হাসপাতালে ভরতি জেলা সম্পাদক। দাসপুর, সোনাখালি, খিরপাই ও ঘাটাল ব্লক ঘিরে রেখেছে তৃণমূল বাহিনী, অভিযোগ এমনটাই।
  • মনোনয়ন পর্বে গুলিবিদ্ধ আরও এক রাজনৈতিক কর্মী, নাম শ্যামসুন্দর গড়াই। জানা যাচ্ছে, তিনিও বিজেপি সমর্থক।
  • সিউড়ি ১ নং ব্লকে  মৃত্যু এক রাজনৈতিক কর্মীর। তাঁকে দলীয় সমর্থক বলে দাবি বিজেপির, নাম শেখ দিলদার। তাঁর বাড়ি কড়িধ্যা গ্রামে। অন্যদিকে মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি অনুব্রত মণ্ডলের।
  • আলিপুর থানা -সহ কোনও থানা  অভিযোগ নিচ্ছে না বলে দাবি বিরোধীদের।
  • পূর্ব বর্ধমানের এক নং ব্লকে মনোনয়নে বাধা বিজেপিকে।  এক বিজেপি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  •  মনোনয়নে ঝরল রক্ত, লালবাগে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর। আহত এক। এক্ষেত্রেও অভিযোগ শাসকদলের দিকেই।30831203_1749820555077655_1838448265_n

 

Advertisement
  • মনোনয়ন ঘিরে অশান্তি মুর্শিদাবাদে। আক্রান্ত সাংসদ আবু হাসেম খান চৌধুরী। পুলিশি নিরাপত্তা অটুট। তা সত্ত্বেও বোমাবাজির অভিযোগ। সাংসদ কংগ্রেস পার্টি অফিসের দিকে আসার সময়, তাঁর গাড়ি ঘিরে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।
  • সিউড়ি বিজেপি জেলা পার্টি অফিসে তৃণমূলের হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে গাড়ি ও অফিস।30429958_1749807408412303_1570021616_n

 

Advertisement
  • ডায়মন্ডহারবার ১ ব্লক লাইন থেকে সকাল থেকেই প্রার্থীদের বের করে দেওয়ার অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকেই। নোদাখালিতে বিরোধীদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ।
  • বজবজ ১ ও ২, বিষ্ণুপুর ১ ও ২, ফলতা, ডায়মন্ডরবার ১ ও ২ বিডিও অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করেছে বলে অভিযোগ বিরোধীদের। বিষ্ণুপুর-১ ব্লকের ভাণ্ডারিয়া জিপির মহিলা প্রধান সাজিদা বিবির শ্লীলতাহানি মারধরের অভিযোগ। বজবজ-২ ব্লকে ব্যাপক বোমাবাজি।
  • দাঁইহাটে সকাল থেকেই সিপিআইএম অফিসে ভাঙচুরের অভিযোগ। মনোনয়নপত্র জমা দিতে বাধা। অভিযোগর তির শাসকদলের দিকেই।
  • ক্যানিংয়ে বিজেপির পার্টি অফিসের সামনে থেকে প্রার্থী ও প্রস্তাবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।
  • বীরভূমের দুবরাজপুরে মনোনয়ন দিতে আসা বিজেপি প্রার্থীকে মারধর। উত্তপ্ত এলাকা।
  • মুরারইয়ে ব্যাপক বোমাবাজি, মহম্মদবাজারে ব্লক অফিসে মিলল বোমা।
  • মনোনয়নের পরিস্থিতি দেখেই ভোটের দিন ঘোষণা, পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন।30776678_1749799428413101_574147437_n

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ