Advertisement
Advertisement

স্কুলে ঢুকে বন্দুক দেখিয়ে সিপিএম প্রার্থীকে অপহরণ, সন্ধেয় উদ্ধার

থানার কাছেই অপহরণের ঘটনায়, পুলিশি নজরদারি প্রশ্নের মুখে।

West Bengal Panchayat polls: Kidnapped CPM candidate rescued in Hooghly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2018 8:19 pm
  • Updated:April 21, 2018 8:19 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলিতে অপহৃত সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে উদ্ধার করল পুলিশ। অপহৃত প্রার্থীর নাম হরিপদ মান। হরিপদবাবু পেশায় পলাশপাই বিজয় মোদক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী। দুপুরে স্কুলের ভিতরে ঢুকে রীতিমতো বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় ওই প্রার্থীকে। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। এরপরই তদন্তে নামে পুলিশ সন্ধ্যায় উদ্ধার হন প্রার্থী হরিপদ মান।

[দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, ছক ভেঙে সাদা রইল এই গ্রামের দেওয়াল]

জানা গিয়েছে, হরিপদ মান খানাকুল থেকে জেলা পরিষদের ৫০ নং আসনে সিপিএমের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। শনিবার দুপুরে স্কুলে কাজ করছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই দুষ্কৃতীরা ঢুকে পড়ে বন্দুক দেখিয়ে তাঁকে অপহরণ করে। এই ঘটনায় স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপহরণের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় সিপিএম কর্মী-সমথর্করা স্কুল ঘেরাও করে। হরিপদবাবুকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। সিপিএম কর্মী সমর্থকরা হাওড়া মুচিঘাটা পথ অবরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার বিশাল পুলিশবাহিনী।

Advertisement

hgl-cpm

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের কাছেই খানাকুলের পুলিশ ফাঁড়ি। এত কাছে পুলিশ থাকা সত্ত্বেও কী করে এধরনের ঘটনা ঘটল? প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, পুলিশ সক্রিয় হলে এধরনের ঘটনা ঘটত না। এদিকে হরিপদবাবুকে উদ্ধারের দাবি ক্রমশ জোরাল হতে থাকলে পুলিশ চিরুনি তল্লাশি  শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সন্ধ্যায় পুলিশ খানাকুলের সুলুট থেকে অপহৃত হরিপদবাবুকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

[পঞ্চায়েত ভোটে শাসকদলকে হারাতে নদিয়ার সীমান্তে একজোট বিরোধীরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ