শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক! ছেলের হাতে খুন মায়ের প্রেমিক৷ চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকে৷ খুনের ঘটনায় খরিবারি থানার পুলিশ শুকলাল টুডু নামে যুবককে গ্রেপ্তার করেছে৷
[মাত্র ১২ বছরেই মাধ্যমিকে বসছে আমতার ‘বিস্ময় বালিকা’ সইফা]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীনবন্ধু বর্মন৷ বাড়ি খড়িবাড়ি ব্লকের বক্তারভিটা অঞ্চলের কালিডাঙ্গা এলাকায়৷ অভিযোগ, একই ব্লকের তিনতলা এলাকার ডাঙ্গর ভিটাগ্রামের বাসিন্দা মনিকা টুটুর সঙ্গে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল দিনবন্ধু বর্মনের৷ শুক্রবার গভীর রাতে দীনবন্ধু বর্মন মদ্যপ অবস্থায় শুকলালদের বাড়িতে যায়৷ মনিকা টুডু সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে৷ বচসা চলাকালীন মনিকা টুডুকে কুঠার দিয়ে মারতে উদ্যত হয় দীনবন্ধু বর্মন৷ মারধর ও মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানতে পারে শুকলাল এরপরই দীনবন্ধু বর্মণের হাতের থেকে কুঠার ছিনিয়ে নেয়৷
[বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত আইনজীবী]
এরপরই ওই যুবক দীনবন্ধুকে কোপাতে থাকে৷ কুঠারের আঘাতে লাগে দীনবন্ধুর মাথায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷ এলাকায় খুনের ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ৷ পুলিশ পৌঁছে অভিযুক্ত যুবকের গ্রেপ্তার করে৷ আজ, শনিবার সকালে ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ৷ পরে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷ পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবক খুনের ঘটনা কবুল করেছে৷
[কুশমণ্ডির বিখ্যাত মুখোশ শিল্পকে বিদেশের বাজারে বিক্রির উদ্যোগ]