Advertisement
Advertisement
প্রেমিককে মারধর

প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়ে বিপত্তি, বেধড়ক মারে জখম যুবক

তেহট্ট থানায় অভিযোগ দায়ের প্রহৃত প্রেমিকের পরিবারের৷

Youth stages sit-in in front of girlfriend's house, thrashed
Published by: Sayani Sen
  • Posted:June 14, 2019 2:04 pm
  • Updated:June 14, 2019 3:21 pm

পলাশ পাত্র, তেহট্ট: বাড়ির সামনে প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক কলেজছাত্রীর পরিজনদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের বাহাদুরপুর গ্রাম৷ প্রেমিকের পরিবারের অভিযোগ, যুবতী সম্পর্কের কথা অস্বীকার করার পরই প্রেমিকার পরিজনেরা তাকে মারধর করে৷ বেধড়ক মারধরের জেরে গুরুতর অসুস্থ প্রেমিক৷ প্রহৃত ওই যুবক নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি৷ ঘটনার তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ৷

[ আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা, বিজেপি কর্মীকে বেধড়ক মার স্থানীয়দের]

নদিয়ার তেহট্টের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা রিম্পা সরকার বেতাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী৷ ইলশেমারি এলাকার বাসিন্দা প্রাণতোষ বিশ্বাসের দাবি, রিম্পার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার৷ কিন্তু ইদানীং রিম্পা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও দাবি ওই যুবকের৷ যদিও রিম্পার বাড়ির লোকজন প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে৷ ইতিমধ্যেই শুক্রবার সকালে প্রাণতোষ হাজির হয় রিম্পার বাড়ির সামনে৷ সঙ্গে প্রাণতোষের পরিজনেরাও ছিলেন৷ সিদ্ধান্ত নিয়েছিল ধূপগুড়ির বাসিন্দা অনন্ত ঠিক যেমন তার প্রেমিকার জন্য ধরনায় বসেছিল তেমনই প্রাণতোষও একই কাজ করবে৷ এক্কেবারে প্ল্যাকার্ড হাতে প্রেমের দাবি নিয়ে রিম্পার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়েই ঘটল বিপত্তি৷ রিম্পার সঙ্গে প্রাণতোষের প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়৷ মুহূর্তের মধ্যেই তা চরম আকার নেয়৷ অভিযোগ, রিম্পার বাড়ির লোকজনেরা প্রাণতোষের দিক লক্ষ্য করে ইট ছোঁড়ে৷ এরপর কিল, চড়, লাথিতে চোট পায় ওই যুবক৷ অচৈতন্যও হয়ে যায় সে৷ তড়িঘড়ি প্রাণতোষের বাড়ির লোকজনেরাই তাকে উদ্ধার করে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই যুবকের৷

Advertisement

[ আরও পড়ুন: কর্মবিরতিই কাড়ল ছেলেকে, নিথর শিশুর দেহ আঁকড়ে হাহাকার যুবকের]

এই ঘটনায় সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাণতোষের পরিজনেরা৷ রিম্পার পরিবারের বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ হাসপাতালে প্রহৃত যুবকের সঙ্গে দেখা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা৷ আদতে প্রাণতোষের না রিম্পার পরিজনদের দাবি সত্যি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ 

Advertisement

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ