Advertisement
Advertisement

Breaking News

AIIMS Kalyani

আপনি উচ্চমাধ্যমিক পাশ? চাকরি পেতে পারেন কল্যাণী AIIMS-এ

কীভাবে আবেদন করবেন?

AIIMS Kalyani has released an official notification for the recruitment of 03 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 24, 2025 5:24 pm
  • Updated:May 24, 2025 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি উচ্চমাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ডেটা এন্ট্রি অপারেটর-সহ একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কল্যাণী AIIMS। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় তথ্য।

মোট শূন্যপদ-

পোস্ট
১. প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট
২. ডেটা এন্ট্রি অপারেটর
৩. প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট

শিক্ষাগত যোগ্যতা

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট- এমবিবিএস বা বিডিএস পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

প্রজেক্ট টেকিনিক্যাল সাপোর্ট- বিজ্ঞান নিয়ে পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন। তবে এই পদে ন্যূনতম ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিজ্ঞান শাখায় স্নাতক উত্তীর্ণ হলেও এই পদে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

ডেটা এন্ট্রি অপারেটর- যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারের ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ইংরাজিতে দক্ষ হতে হবে।

আবেদনকারীর বয়স- বয়স ৩০ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।

বেতন- প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিযুক্তরা প্রতিমাসে ৬৭,০০০/- টাকা পাবেন। সেই সঙ্গে HRA এবং ইনক্রিমেন্টের সুবিধা। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিযুক্তরা প্রতি মাসে ৩০ শতাংশ HRA’র ও ২০ হাজার টাকা করে বেতন পাবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা।

নিয়োগের পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।

আবেদনের পদ্ধতি- নিজের যাবতীয় শংসাপত্র ও বায়োডাটা পাঠাতে হবে [email protected]এই মেল আইডিটিতে।

আবেদনের শেষ তারিখ- ১৫ জুন ২০২৫।

* আবেদনের পূর্বে অবশ্যই কল্যাণী AIIMS-এর অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement