সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, ১৮ জানুয়ারি নিউটাউনের বিশ্ব বাংলা সমাবর্তন কেন্দ্রে পালিত হল আইইএম বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তন উৎসব। বিশিষ্টজন, অভিভাবক, নবীন পড়ুয়াদের উপস্থিতিতে স্নাতক ছাত্রদের সম্মানিত করা হল এদিন।
সমাবর্তন উৎসব হয় দুই পর্বে। সকালে হয় আইইএম এবং বিকেলে ইউইএমকে-র সমাবর্তন হয়। জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন আইইএমের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী। ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে সমাজের অগ্রগতিতে অংশ নিতে পরামর্শ দেন তিনি। সমাবর্তন উৎসবে পড়ুয়াদের অনুপ্রাণিত করেন বিশেষ অতিথি ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু আলেকজেন্ডার ফ্লেমিং। এছাড়াও বক্তব্য রাখেন এসটিপিআইয়ের ডিরেক্টর মনজিৎ নায়েক, আইআইএম ক্যালকাটা ইনোভেশন পার্কের সিইও ড. শুভ্রাংশু সান্যাল, সুইটজগ্রুপের সিইও অসীম সোনি, মার্লিন গ্রুপের সিইও সাকেত মোহতা, এভিপি রিলায়েন্স রিটেল লিমিডেটের রাজ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে ছাত্রদের উৎসাহ দেন কর্পোরেটে রিলেশনের ডিরেক্টর গোপা গোস্বামী, ইউএসএ-র স্মার্ট সোসাইটি এবং আইকিউএসি ডিরেক্টর রাজশ্রী পাল। এদিনের অনুষ্ঠানে ছজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিক ডিগ্রি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। তাঁরা হলেন অধ্যাপক ড. ফিলিপ ব্র্যাডফোর্ড, অধ্যাপক ড. চার্লস রুবেনস্টেইন, অধ্যাপক ড. সোন ভুনোঞ্জ, অধ্যাপক ড. বিমল রায়, আর বন্দ্যোপাধ্যায়, ড. দেবীপ্রসাদ দুয়ারি।
চ্যান্সেলরের সভাপতির ভাষণ এবং ভাইস চ্যান্সেলরের বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা হয় অ্যাকাডেমিক দুনিয়ায় ইউইএমকে-র শ্রেষ্ঠত্ব এবং অবদান। সমাবর্তন উৎসবে বক্তব্য রাখেন এআইসিডিই-র চেয়ারম্যান টি জি সিথারাম এবং ছত্তিশগড়ের প্রাক্তন রাজ্যপাল শেখর দত্ত। স্নাতকদের আনুষ্ঠানিক শপথগ্রহণ করান ইউইএমকে-র উপাচার্য ড. সজল দাশগুপ্ত এবং রেজিস্ট্রার ড. সুকল্যাণ গোস্বামী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.