Advertisement
Advertisement

Breaking News

Phlebotomist Job News

করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের সেফ হোমে স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

কবে, কোথায় হবে ইন্টারভিউ?

Jobs in Bengali News: Phlebotomist Jobs under Bishnupur Health District, Bankura ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2020 4:09 pm
  • Updated:October 1, 2020 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পাশ বলে কী আপনি চাকরি পাওয়া নিয়ে যথেষ্ট চিন্তিত? কীভাবে কেরিয়ারের ইঁদুরদৌড়ে টিকে থাকবেন, তা বুঝতে পারছেন না তাই তো? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বাঁকুড়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। ফ্লেবোটোমিস্ট (Phlebotomist) পদে কর্মী নিয়োগ করা হবে। সেফ হোমেই কাজ করতে হবে নিযুক্তদের। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ। এবার চলুন চাকরি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

আবেদনের শর্ত:
১. আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
২. ফ্লেবোটমিতে প্রশিক্ষণ প্রাপ্ত অথবা ১ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন পাবেন।

Advertisement

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা হয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ:
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলতে পারে গ্রুপ ডি পদে চাকরি, আবেদন করতে ভুলবেন না]

ইন্টারভিউয়ের স্থান:
বিষ্ণপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেওয়া হবে ইন্টারভিউ। পোস্ট অফিস: বিষ্ণুপুর। জেলা: বাঁকুড়া। পিন কোড: ৭২২১২২।

ইন্টারভিউয়ের দিন কী কী প্রার্থীকে সঙ্গে রাখতে হবে?
প্রার্থীকে অবশ্যই একটি আবেদনপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়াও তাঁর শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

মূলত বিষ্ণুপুরের বিভিন্ন সেফ হোমগুলিতে নিযুক্ত করা হবে। প্রার্থীকে মূলত করোনা রোগীদের (Corona Patient) রক্ত সংগ্রহের কাজই করতে হবে। এছাড়া চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ