Advertisement
Advertisement
BMRC Hospital

কেরিয়ার সন্ধানীদের জন্য সুখবর, একগুচ্ছ ডিপ্লোমা কোর্স আনল BMRC হাসপাতাল

আগ্রহীরা কোন কোন ডিপ্লোমা কোর্স করতে পারবেন এই হাসপাতালে?

Medical Diploma Courses at BMRC Hospital
Published by: Kishore Ghosh
  • Posted:September 4, 2024 8:59 pm
  • Updated:September 4, 2024 11:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্বাস্থ্যের চাবিকাঠি BMRC হাসপাতাল। ম্যানেজিং ডিরেক্টর মিতা দাসের নেতৃত্বে ইতিমধ্যে সাফল্যের নয়া দিগন্ত ছুঁয়েছে এই চিকিৎসা প্রতিষ্ঠান। BMRC হাসপাতালে এক ছাদের তলায় রয়েছে যাবতীয় আধুনিক চিকিৎসা পরিষেবা। উন্নত চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা এই প্রতিষ্ঠানের অন্যতম শক্তি। যার সুফল পান রোগীরা। এবার একাধিক মেডিক্যাল ডিপ্লোমা কোর্স আনল BMRC। আগ্রহীরা কোন কোন ডিপ্লোমা কোর্স করতে পারবেন এই হাসপাতালে?

Diploma Courses:

Advertisement

1. Diploma in Medical Laboratory Technology [Pathology, Microbiology & Biochemistry]: DMLT [Tech]: 2 years+ months (Six Months) compulstory post exaination training.

Advertisement

2. Diploma in Radiography [Diagonostic]: DRD [Tech]: 2 years+6 moths (Six Months) compulstory post exaination training.

3. Diploma in Cath-Lab Technician: DCLT: 2 years+6 months (Six Months) compulstory post exaination training.

4. Diploma in Dialysis Technique: Dialysis Technician: 2 years+6 months (Six Months) compulstory post exaination training.

5. Diploma in Critical Care Technology: DCCT: 2 years+6 months (Six Months) compulstory post exaination training.

6. Diploma in Operation Theatre Technology: DOTT: 2 years+6 months (Six Months) compulstory post exaination training.

 

[আরও পড়ুন: বিহারে গানের অনুষ্ঠানে মাত্রাছাড়া ভিড়, দর্শক-সহ হুড়মুড়িয়ে ভাঙল ছাদ, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিও]

কেন বেছে নেবেন BMRC হাসপাতালকে?

প্যারা মেডিক্যাল শিক্ষার সেরা ঠিকানা BMRC দুরন্ত ফল করেছে বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে। মূল হাসপাতালটিতে রয়েছে ২৫০টি শয্যা। কলকাতা এবং ওড়িশার হাসপাতালে হাতে-কলমে (Clinical Training) শিক্ষার সুযোগ। উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকদের কাছে প্রশিক্ষিত হওয়ার সুযোগ। কর্মজীবনের সঠিক দিক নির্দেশ দেয় এই প্রতিষ্ঠান। কর্মসংস্থানে (Placement) ১০০ শতাংশ গ্যারান্টি।

[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন]

BMRC হাসপাতালের USP:

এরাজ্যে উত্তর ২৪ পরগনায় রয়েছে ১৩০ শয্যার সুপারস্পেশালিটি হাসপাতাল। ওড়িশায় রয়েছে ১২০ শয্যার কার্ডিয়াক অ্য়ান্ড সুপারস্পেশালিটি হাসপাতাল। ভারতের প্রথম AI নির্ভর ক্যাথ ল্যাব এবং সিটিভিএস অপরেশন। মডিউলার স্টিল অপরেশন থিয়েটার, সেরা অস্ত্রোপচার সরঞ্জাম। ৫০ শয্যার কার্ডিয়াক ICU এবং রেসপিরেটরি ICU ইউনিট। ব্রঙ্কোস্কপি, থোরাকোসকপির সেরা ঠিকানা BMRC। ডায়ালাসিসের জন্য ২২০ শয্যা। প্রতি মাসে ২০ হাজার ডায়ালাসিস হয় এই প্রতিষ্ঠানে। ১.৫ টেসলা MRI ইউনিট। ৮ Nos ডিজিটাল রেডিওগ্রাফি ইউনিট। BMRC-র ন্যায্যমূল্যের রোগ নির্ণয় কেন্দ্র এবং সিটি স্ক্যান পরিষেবা রয়েছে কোটাই, ঘাটাল, কাটোয়া, বনগাঁ জেলা হাসপাতাল, আরামবাগ MCH এবং ডাঃ বি এন বোস এস ডি হাসপাতালে। আগ্রহী কেরিয়ার সন্ধানীদের ডিপ্লোমার কোর্সগুলির জন্য যোগাযোগ করতে হবে মৌসুমী সিংহ (9330296943) এবং ললিতা পিল্লির (7044598493) সঙ্গে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ